আইপিএলের (IPL 2020) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা হবে ম্যাচটি। দুই দলের শক্তি বিচারে খানিকটা এগিয়ে রয়েছে হায়দরাবাদ। দিল্লির বিরুদ্ধে গত দুটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। সানরাইজার্স হায়দরাবাদ লিগ পর্যায়ে শীর্ষ তিন দলকে হারিয়েছিল। তারাই একমাত্র দল যারা এলিমিনেটর মঞ্চ থেকে আইপিএল খেতাব জেতে ২০১৬ সালে। টুর্নামেন্টের ওই সংস্করণে সানরাইজার্স হায়দরাবাদ টানা পাঁচটি ম্যাচ জিতে শিরোপা জেতে।
তবে, দিল্লি ক্যাপিটালসকও হালকা ভাবে নিলে হবে না। এবার তারাও নিজেদের ভালোভাবে মেলে ধরেছে। যদিও প্লে অফে তাদের রেকর্ড ভালো হয়। সাতটি ম্যাচের মধ্যে তারা ছটিতে হেরে। আইপিএল প্লে অফে তাদের একমাত্র জয় ছিল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ২০১৯ সালে। আরও পড়ুন: IPL 2020: ৮ বছর ধরে ট্রফি নেই, বিরাট কোহলিকে আরসিবি-র অধিনায়কত্ব থেকে সরানোর দাবি গৌতম গম্ভীরের
দিল্লির ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, অজিঙ্কে রাহানে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, অক্সার প্যাটেল, হর্ষাল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, শ্রীবৎস গোস্বামী/ঋদ্ধিমন সাহা, মনীষ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, শাবাজ নাদিম, টি নটরাজন, সন্দীপ শর্মা।
পরিসংখ্যান: দু'টি দল এ পর্যন্ত আইপিএলে ১৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। হায়দরাবাদ জিতেছে ১১ বার। দিল্লি জিতেছে ৬ বার।