ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) ২৪ তম ম্যাচে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings XI Punjab) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিরুধে বড় জয় পেয়ে আত্মবিশ্বাসে ফুটছে কেকেআর শিবির। তবে দুই দলেরই ধারাবাহিকতার অভাব রয়েছে। জয় কোনও দলই ধরে রাখতে পারছে না।
চেন্নাইয়ের বিরুদ্ধে দীনেশ কার্তিকরা নিজেদের মেলে ধরতে পারলেও পাঞ্জাব এখনও কড়া চ্যালেঞ্জ দিতে পারেনি কোনও দলকেই। তাই তারা খানিকটা পিছিয়েই ম্যাচে নামবে আজ। আজ দলে কয়েকটি পরিবর্তন করতে পারেন কেএল রাহুল। দলে ফিরতে পারেন ক্রিস গেইল। গত ম্যাচগুলিত তাঁকে ডাগ আউটেই বসে থাকতে হয়েছে। আর তা নিয়ে সমালোচনায় পড়েছেন অধিনায়ক।আরও পড়ুন: French Open 2020 Women's Singles Final Live Streaming: শনিবার ফরাসি ওপেনের মহিলাদের ফাইনালে সোফিয়া কেনিন বনাম ইগা স্বিয়াতেক; কখন, কোথায় দেখবেন ম্যাচ?
কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, মনদীপ সিং, জেমস নীশাম, মুজিব উর রহমান, রবি বিশ্বনয়, মহম্মদ শামি, আরশদীপ সিং এবং শেল্ডন কট্রেল।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: রাহুল ত্রিপাঠি, শুবমান গিল, নীতীশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, কমলেশ নাগরকোটি এবং বরুণ চক্রবর্তী।
পিচ রিপোর্ট: শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যান এবং বোলার উভয়েরই পক্ষেই সহায়ক। প্রথমে ব্যাটিং নেওয়া সঠিক সিদ্ধান্ত।
পরিসংখ্যান: দুই দল এর আগে ২৫ বার মুখোমুখি হয়েছে। কলকাতা জিতেছে ২৫ বার। পাঞ্জাব জিতেছে ৭ বার।