আইপিএলে (IPL 2020) বুধবার আবু ধাবিতে চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এমএস ধোনির নেতৃত্বাধীন সিএসকে গত ম্যাচে জয়ে ফিরেছে। গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে হারিয়েছে চেন্নাই। এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে চাইবে তারা। অন্যদিকে, কেকেআর আইপিএলে চারটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে।
তবে প্রশ্ন থাকছে সুনীল নারিনকে নিয়ে, যিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টে কোনও প্রভাব ফেলতে পারেননি। একই সঙ্গে আন্দ্রে রাসেলের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞও ছাপ ফেলতে পারছেন না। এই ম্যাচে বড় রানে ফিরতে মরিয়া নাইট শিবিরের আন্দ্রে রাসেল। নীতীশ রানা এবং শুভমান গিলের ওপর নির্ভর করছে কলকাতার ব্যাটিং।আর পড়ুন: KKR vs CSK: আইপিএলে আজ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কখন আছে?
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ৭ অক্টোবর, বুধবার হবে।
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স খেলা কোথায় হবে?
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে।
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স কখন শুরু হবে?
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।, টস হবে ৭টায়।
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে। বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে।
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?
লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।