Josh Inglis (Photo Credit: Cricket Australia/ X)

Josh Inglis, NZ vs AUS: নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী টি২০ সিরিজের আগে অজি শিবিরে এল খারাপ খবর। কারণ উইকেটকিপার-ব্যাটার জস ইংলিস (Josh Inglis) ডানে পায়ের পেশীতে চোটের কারণে বাদ পড়েছেন। অজি মিডিয়ার রিপোর্ট বলছে, ইংলিস পার্থে প্র্যাকটিস সেশনের পর অস্বস্তি অনুভব করেন। এরপর স্ক্যানের মাধ্যমে চোটের বিষয়টি নিশ্চিত হয়েছে। সেই কারণে আগামী ১ থেকে ৪ অক্টোবর মাউন্ট মাউগানুইয়ের বে ওভালের তিনটি ম্যাচ থেকে বাদ দেয়া হয়েছে তাঁকে। তার অনুপস্থিতিতে, নির্বাচকরা অ্যালেক্স ক্যারিকে (Alex Carey) বদলি হিসেবে দলে ডেকেছেন। ক্যারির ৪ অক্টোবর থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেফিল্ড শিল্ড ওপেনারে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলার কথা ছিল কিন্তু তিনি এখন জাতীয় দলে যোগ দেবেন এবং উইকেটকিপিংয়ের দায়িত্ব নেবেন। NZ vs AUS T20I Series: নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার; ফিরলেন স্টোইনিস, বাদ কামিন্স

নিউজিল্যান্ডের বিপক্ষে চোটে বাদ জস ইংলিস

অস্ট্রেলিয়া ইতিমধ্যে সিরিজের আগে বেশ কয়েকটি মূল খেলোয়াড়ের অনুপস্থিতির কারণে সমস্যায় পড়েছে। টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) হাড়ের চাপজনিত সমস্যার কারণে মাঠের বাইরে রয়েছেন। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green) অ্যাসেজের আগে শেফিল্ড শিল্ডে মন দিতে বিশ্রামে আছেন। এছাড়া পেসার নাথান এলিসও (Nathan Ellis) ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। এখন ইংলিসও অনুপস্থিত খেলোয়াড়ের তালিকায় যোগ দেওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ট্রাভিস হেড (Travis Head)-এর মতো তারকাদের ওপর চাপ বাড়বে।

অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন দ্বারশুইস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টি২০ সূচি

এই সিরিজটি চ্যাপেল-হ্যাডলি ট্রফির (Chappell-Hadlee Trophy) অধীনে খেলা হবে। আগে এটি ওয়ানডে ফরম্যাটে খেলা হবে কিন্তু এখন এটি টি২০ ফরম্যাটে খেলা হবে। তিনটি ম্যাচই মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে খেলা হবে।

প্রথম টি২০ ম্যাচঃ ১ অক্টোবর, ভারতীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে

দ্বিতীয় টি২০ ম্যাচঃ ৩ অক্টোবর, ভারতীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে

তৃতীয় টি২০ ম্যাচঃ ৪ অক্টোবর, ভারতীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে