ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League 2024) নিয়ে যখন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা ব্যস্ত, তখন জুন থেকে গোটা বিশ্বকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) চিন্তা হানা দিয়েছে ভারতের শিবিরে। ভারতীয় দলে কোন খেলোয়াড় জায়গা পেতে চলেছেন তা নিয়ে অনেক আলোচনা চলছে। এত কিছুর মাঝেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতীয় দলের সম্ভাব্য ২০ সদস্যের দল নিয়ে দ্য ইকোনমিক টাইমসের রিপোর্ট শোনা যাচ্ছে। উল্লেখ্য, পনেরো জন খেলোয়াড়ের একটি দল এবং পাঁচজন ব্যাকআপ অপশন নির্বাচকদের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। প্রধান অধিনায়ক রোহিত শর্মা অধিনায়কের দায়িত্বে থাকছেন সেই সঙ্গে তালিকায় রয়েছেন তারকা ব্যাটার বিরাট কোহলিও। সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টগুলিতে দল নির্বাচনে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। গতকালই প্রকাশিত এক রিপোর্ট অনুসারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওপেনার হিসাবে জুটি বাঁধতে পারেন, যার ফলে তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল বাদ পড়তে পারেন। India’s T20 WC Selection: টি-২০ বিশ্বকাপে ওপেনিং করবেন বিরাট-রোহিতই, দলে আসতে পারেন রিয়ান পরাগ
শোনা যাচ্ছে, শেষ ১৫-তে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং এবং চেন্নাই সুপার কিংসের শিবম দুবে এই দুই ফিনিশারের মধ্যে একজনই এই জায়গা পাবেন। দ্বিতীয় উইকেটকিপারের স্লটে সঞ্জু স্যামসনের প্রতিদ্বন্দ্বী জিতেশ শর্মা, কেএল রাহুল এবং ইশান কিষাণ। রাহুল এবং কিষাণ টপ অর্ডারে ব্যাট করছেন, এবং তারা এই আইপিএলে এখনও পর্যন্ত মিডল অর্ডারে ব্যাট করার চেষ্টা করেননি, যা নির্বাচকদের পক্ষে তাঁদের নীচে কেমন খেলবেন সেটা জানা কঠিন করে তোলে। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, পেসার জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব অবশ্যই মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার ফ্লাইটে উঠবেন।
ভারতের সম্ভাব্য ২০ সদস্যের স্কোয়াডঃ
ব্যাটসম্যানঃ-রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিংকু সিং।
অল-রাউন্ডারঃ-হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, অক্ষর প্যাটেল।
স্পিনারঃ-কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই।
উইকেটরক্ষকঃ-ঋষভ পন্থ, কেএল রাহুল ও সঞ্জু স্যামসন।
পেসারঃ -জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং ও আবেশ খান।