Rohit Sharma & Virat Kohli (Photo Credit: ICC/ X)

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় ক্রিকেটাররা। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ১৩ বছর পর আইসিসি টুর্নামেন্টে বিশ্বসেরা হয়েছে টিম ইন্ডিয়া। এদিকে এতবড় জয় পেয়ে এখনই দেশে ফিরতে পারছেন না রোহিত-বিরাটরা। জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভালো নয়। ঘূর্ণিঝড় বেরিল (Beryl) আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেদেশে। জানা যাচ্ছে, আজ গভীর রাত অথবা আগামীকাল ভোরের যেকোনও সময়ে প্রবল শক্তিতে আছড়ে পড়তে পারে এই ভয়ানক ঘূর্ণিঝড়। আর এর প্রভাব ভালোই পড়বে বার্বাডোসে। সেই কারণে ইতিমধ্যেই সেখানকার বিমাবন্দরে জাতীয় ও আন্তর্জাতিক সমস্ত উড়ান বাতিল করা হয়েছে।

আর এই উড়ান বাতিলের কারণে বার্বাডোসের হোটেলে আটকে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো ঘূর্ণিঝড়ের কারণে অর্নিদিষ্ট সময়ের জন্য উড়ান বাতিল করা হয়েছে। তাই টিম ইন্ডিয়াকে আপাতত তাঁদের দেশেই থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের ভারতে পাঠানো হবে। বর্তমানে বার্বাডোজের সমুদ্র তীরবর্তী একটি বিলাসবহুল হোটেলে রয়েছে টিম ইন্ডিয়া।

প্রসঙ্গত, গতকাল সাউথ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে ভারত। বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিন্দ্র জাদেজারা। এই ফরম্যাটে তিন মহারথীকে আর দেশের জার্সিতে দেখতে পাওয়া যাবে না ঠিকই, কিন্তু ৫০ ওভার ও টেস্ট ম্যাচে এখনও তাঁদের খেলা তারিয়ে তারিয়ে উপভোগ করবেন দর্শকরা।