মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টি (Women's Asia Cup T20 2022) টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই (BCCI)। আগামী ১-১৫ অক্টোবর বাংলাদেশে সিলেটে অনুষ্ঠিত হবে মহিলাদের এশিয়া কাপ। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana) তাঁর ডেপুটি করা হয়েছে। স্কোয়াডে দুই স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তানিয়া ভাটিয়া ও সিমরন দিল বাহাদুরকে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারতের মেয়েরা। ৭ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আয়োজক দেশ বাংলাদেশ ছাডা়ও টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি। লিগ পর্বের সেরা চারটি দল সেমিফাইনাল পর্বে উঠবে। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। ১৫ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। আরও পড়ুন: Mohali T20I: হার্দিককে ট্র্যাজিক হিরো বানিয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ওয়েড
Standby players: Taniyaa Sapna Bhatia, Simran Dil Bahadur.#TeamIndia | #WomensAsiaCup | #AsiaCup2022
— BCCI Women (@BCCIWomen) September 21, 2022
ভারতের স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেস, সাবিনেনি মেঘনা, রিচা ঘোষ (উইকেট-রক্ষক), স্নেহ রানা, দয়ালান হেমলথা, মেঘনা সিং, রেনুকা ঠাকুর, মেঘনা সিং, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, রাধা যাদব, কে.পি. নভগিরে।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: তানিয়া স্বপ্না ভাটিয়া, সিমরান দিল বাহাদুর।