এবারের আইপিএলের মাঝে দেশের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর এবং তারপর পাকিস্তানের বর্বরোচিত হামলায় কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া। পরিস্থিতি এতটাই সঙ্গিন হয়ে গিয়েছিল যে মাঝপথে আইপিএলের ম্যাচ থামাতে হয়েছে। আবার টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে। সেখান থেকে যে মাত্র দিন দশেকের ব্যবধানে আইপিএল শুরু করা যাবে তা অনেকেই ভাবেননি। সেটা সম্ভব হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের সুবাদেই।
তাই সশস্ত্র বাহিনীকে আই পি এলের সমাপ্তি অনুষ্ঠানে সম্মান জানাতে চায় বোর্ড। জুন মাসের ৩ তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল হওয়ার কথা।সেখানেই অপারেশন সিঁদুরে ভারতের সাফল্যের কথা মাথায় রেখেই ভারতীয় সেনাবাহিনীকে কৃতঞ্জতা জানাবার বিশেষ ভাবনায় বিসিসিআই।
বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া জানান, ‘আমরা আইপিএল ২০২৫-র সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাব ’। এক সূত্রের তরফে জানানো হয়েছে, ‘আমরা আমাদের দেশের সেনার অদম্য লড়াই এবং সাহসিকতার জন্য কৃতজ্ঞ। তাই তাঁদের আমরা বিশেষ সম্মান জানাতে চাই। আমরা ইতিমধ্যেই চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ এবং চিফ অফ নেভি স্টাফকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি ’।
শোনা যাচ্ছে, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান পুরোটাই হবে জাতীয়তাবাদের মোড়কে। সশস্ত্র বাহিনীর বীরত্বের কথা, অপারেশন সিঁদুরের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরার মঞ্চ হিসাবে ব্যবহার করা হবে ওই সমাপ্তি অনুষ্ঠানকে। বলিউডের প্রথম সারির কয়েকজন সেলিব্রিটি তাতে পারফর্ম করতে পারেন। বায়ুসেনার তরফে বিশেষ পারফরম্যান্সও থাকতে পারে। আবার লেজার শোয়েরও ব্যবস্থা করা হতে পারে। সবটাই যদিও এখনও সম্ভাবনার স্তরে। তবে একটা জিনিস স্পষ্ট, এবারের আইপিএল ফাইনালে রীতিমতো চমকপ্রদ সমাপ্তি অনুষ্ঠান দেখতে চলেছে আহমেদাবাদবাসী।