আসন্ন ২০২৩ আইসিসি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল চয়ন করে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই নির্বাচকরা লোকেশ রাহুলের ওপর আস্থা দেখিয়েছেন, কিন্তু সুযোগ হাতছাড়া করেছেন সঞ্জু স্যামসন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর শনিবার রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেন। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ টাই হওয়ার পর ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বৈঠক আয়োজিত হয়। জানা গিয়েছে, চলতি মহাদেশীয় আসরের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তার সঙ্গে মিল রয়েছে এই স্কোয়াডের। শুভমন গিলের সঙ্গে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষাণ। মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য বেছে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদবকে, দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। IND vs PAK, Asia Cup 2023: এশিয়া কাপে প্রথম দল হিসেবে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন পাকিস্তানের
According to reports, Sanju Samson, Tilak Varma and Prasidh Krishna dropped from India's squad for ODI World Cup 2023 👀👀#ODIWorldCup2023 #BCCI #SanjuSamson #TilakVarma #PrasidhKrishna #CricketTwitter pic.twitter.com/YDdKjrMpPK
— InsideSport (@InsideSportIND) September 3, 2023
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর নিজেদের জায়গা ধরে রেখেছেন। বোলিং বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। চায়নাম্যান বোলার কুলদীপ যাদবও দলে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই রাহুল ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে মনে করা হচ্ছে। তাই নির্বাচকরা সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সঞ্জু স্যামসন বর্তমানে এশিয়া কাপ ২০২৩-এ একমাত্র রিজার্ভ প্লেয়ার হিসেবে সফর করছেন। কেরলের উইকেটকিপার-ব্যাটার ছাড়াও বিশ্বকাপের দলে জায়গা পাননি তিলক বর্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা।
এদিকে, পুরোপুরি ফিট না হয়েও এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছিলেন লোকেশ রাহুল। সপ্তাহ দুয়েক আগে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক আগরকর বলেছিলেন, কর্নাটকের এই ব্যাটসম্যানের চোট আছে এবং এশিয়া কাপের সময় তিনি ম্যাচ ফিটনেস ফিরে পাবেন। শেষ পর্যন্ত চলতি মহাদেশীয় টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচ থেকে ছিটকে যান রাহুল। কিন্তু জানা গিয়েছে, এনসিএর মেডিক্যাল থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে খুব শিগগিরই শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দেবেন তিনি।