পাল্লকেলেঃ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর শনিবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৬৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ইংল্যান্ডে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর প্রথম একদিনের ম্যাচ খেলতে নামে ভারত এবং পাকিস্তান। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি হয় এবং পাকিস্তান নেপালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে ভারতকে। পাকিস্তানের বিরুদ্ধে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতির তিন পেস আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছে ভারত। শাহিন আফ্রিদি ৪টি, নাসিম শাহ ও হারিস রউফ ৩টি করে উইকেট নেন। নতুন বলে রোহিত শর্মা ১১ রানে ও বিরাট কোহলিকে ৪ রানে আউট করে পাকিস্তানকে এগিয়ে দেন আফ্রিদি এরপর হ্যারিস রউফ শুভমান গিলকে ১০ রানে ও শ্রেয়স আইয়ারকে ১৪ রানে আউট করে ভারতকে ৬৬-৪-এ নামিয়ে আনেন। India Vs Pakistan: বৃষ্টির জের, দ্বিতীয় ইনিংস শুরুর আগেই বাতিল ভারত-পাকিস্তান ম্যাচ
Pakistan becomes the first team to qualify for the super four of the Asia Cup 2023. pic.twitter.com/mYllMKgoD4
— CricTracker (@Cricketracker) September 2, 2023
হার্দিক পাণ্ড্য ও ইশান কিষাণের পঞ্চম উইকেট জুটিতে ১৪১ বলে ১৩৮ রান করে ভারত। টপ অর্ডারে ধস নামানোর পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম স্পিনের সূচনা করেন এবং ভারত ইনিংস পুনর্গঠিত করার সুযোগ পায়। রউফ আক্রমণে ফিরে এসে কিষাণের উইকেট তুলে নিলে স্ট্যান্ড ভেঙে যায়। ভারতের উইকেটকিপার ইশান ৮১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৮২ রান করেন। এরপর এক ওভারে দুই উইকেট নেন শাহিন। তার মধ্যে সর্বোচ্চ রান হার্দিক পান্ডিয়ার উইকেট অন্যতম। ৯০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৮৭ রান করেন তিনি। এরপর নাসিম শাহের বোলিংয়ে ভর করে ভারত ৪৮.৫ ওভারে অলআউট হয়ে যায়। ভারতের ইনিংসের সময় দু'বার বৃষ্টি হলেও ওভার কম না করেই খেলা এগিয়ে যায়।