Indian women cricket team (Pic Source: BCCI Women's Twitter)

কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) ক্রিকেটে হতাশাজনক সূচনা করার পরে ভারতের মহিলা ক্রিকেট দল পরের ম্যাচেই জয় পেয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে ম্যাচ পকেটে পুরো নেন মনপ্রীতরা। সহ-অধিনায়ক এবং ওপেনার স্মৃতি মান্ধানা ৪২ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। আজ ভারত তাদের গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে বার্বাডোসের মুখোমুখি (India Women vs Barbados Women) হবে। আজকের ম্যাচে জয় পেলে সেমিফাইনালে চলে যাবে। গ্রুপ এ থেকে অস্ট্রেলিয়া দল সেমিফাইনালে চলে গিয়েছে আগেই।

কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত বনাম বার্বাডোস ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম বার্বাডোস ম্যাচ আজ ৩ অগাস্ট বুধবার রাত সাড়ে ১০টে থেকে শুরু হবে।

ভারত বনাম বার্বাডোস ম্যাচ কোথায় খেলা হবে?

ভারত বনাম বার্বাডোস ম্যাচ খেলা হবে বার্মিংহামের এজবাস্টনে।

ভারত বনাম বার্বাডোস ম্যাচ কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে?

ভারত বনাম বার্বাডোস ম্যাচ সোনি টেন নেটওয়ার্কে দেখা যাবে। সোনি টেন ওয়ান, সোনি টেন টু, সোনি টেন থ্রি, সোনি সিক্স, সোনি টেন ফোর চ্যানেলে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।

ভারত বনাম বার্বাডোস ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ভারত বনাম বার্বাডোস ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।