India Women National Cricket Team vs Australia Women National Cricket Team: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ৩০ অক্টোবর মুখোমুখি হয়েছে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা (IND W বনাম AUS W)। নবি মুম্বইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Navi Mumbai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তাদের হয়ে ফোবি লিচফিল্ড (Phoebe Litchfield) সেঞ্চুরি করেন। তার ১১৯ রানের ইনিংস আসে ৯৩ বলে, যেখানে ছিল ১৭টি চার এবং ৩টি ছক্কা। এছাড়া এলিস পেরি (Ellyse Perry) ৮৮ বলে ৭৭ রান করেন। IND W vs AUS W, 2nd Semifinal, ICC Women's World Cup 2025 Scorecard: শুরু হয়েছে বড় ম্যাচ! কোথায় দেখবেন ভারত জাতীয় মহিলা ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় মহিলা ক্রিকেট দল ম্যাচের লাইভ স্কোরকার্ড
ভারত জাতীয় মহিলা ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় মহিলা ক্রিকেট দল ম্যাচের স্কোরকার্ড
Business as usual for Australia in a MASSIVE semi-final 🥵#INDvAUS scorecard ⏩ https://t.co/k3G9CxqjCR pic.twitter.com/10oi0Qq4l3
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 30, 2025
তার ইনিংসে ছিল ৬টি চার এবং ২টি ছক্কা। এছাড়া অ্যাশলে গার্ডনার (Ashleigh Gardner) ৪৫ বলে দ্রুত ৬৩ রান করেন। যেখানে তিনি ৪টি চার এবং ৪টি ছক্কা মারেন। ভারতের হয়ে শ্রী চরণী (Shree Charani) এবং দীপ্তি শর্মা (Deepti Sharma) ২টি করে উইকেট নেন। এছাড়া ক্রান্তি গৌড় (Kranti Gaud), অমনজোত কৌর (Amanjot Kaur) এবং রাধা যাদব (Radha Yadav) ১টি করে উইকেট নেন। ভারতের সামনে ফাইনালে যাওয়ার জন্য এখন ৩৩৯ রানের বিশাল লক্ষ্য। ম্যাচের স্কোরকার্ডে নজর রাখতে ক্লিক করুণ এই লিঙ্কে- ভারত জাতীয় মহিলা ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় মহিলা ক্রিকেট দল ম্যাচের লাইভ স্কোরকার্ড