Indian Women's Test Team (Photo Credits: Twitter)

আজ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতের মহিলা ক্রিকেট। আজ দিন-রাতের গোলাপি বলের টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারতের মহিলা ক্রিকেট দল (India Women vs Australia Women Day-Night Test)। ভারতের মহিলা ক্রিকেট দল এই প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলতে নামছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর তৃতীয় দেশ হিসেবে মেয়েদের ক্রিকেটে ডে-নাইট টেস্টে মাঠে নামছে ভারত।

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতের মেয়েদের। শেষ ওয়ানডে-তে অস্ট্রেলিয়াকে রুখে দিয়েছে ঝুলন গোস্বামীরা। তাই নিশ্চিতভাবে তাঁদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। ভারত তারকা ব্যাটার হরমনপ্রীত কৌর আজকের ম্যাচে খেলবেন না। সম্প্রতি জুলাইয়ে ইংল্যান্ড মহিলাদের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন ভারতের মেয়েরা। সেই টেস্টটি ড্র হয়ে যায়।

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে দিন-রাতের টেস্ট কোথায় হবে?

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে দিন-রাতের টেস্ট হবে কুইন্সল্যান্ডের কারারারা ওভালে

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে দিন-রাতের টেস্ট কখন শুরু হবে?

৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় ম্যাচ শুরু হবে। টস অনুষ্ঠিত হবে ৯টা ৩০ মিনিটে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টো ৩০ মিনিটে শুরু খেলা। চার দিনের টেস্ট চলবে ৩ অক্টোবর, রবিবার পর্যন্ত।

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে দিন-রাতের টেস্টের লাইভ কভারেজ কোথায় এবং কী ভাবে দেখা যাবে?

ভারতের মহিলা ক্রিকেট বনাম অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে দিন-রাতের টেস্ট সোনি সিক্স, সোনি ১, সনি ১ এইচডি, সোনি টেন, সোনি টেন এইচডি-তে সরাসরি সম্প্রচারিত হবে।

অনলাইনে এই ম্যাচ কোথায় দেখা যাবে?

এই ম্যাচের অনলাইন স্ট্রিমিং SonyLiv- এ পাওয়া যাবে।