![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/12/India-win-380x214.png)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের পঞ্চম দিনের (IND vs SA 1st Test 2021 Highlights Day 5)শেষে জয়ের হাসি হাসল টিম ইন্ডিয়া। ১১৩ রানে প্রতিপক্ষকে ঘরের মাঠেই পরাস্ত করল বিরাটের ভারত। প্রথম এশীয় দল হিসেবে সেঞ্চুরিয়নের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। এই জয়ের হাত ধরে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথমটায় জিতে ১-০ য় এগিয়ে রইল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, চতুর্থ দিন থেকেই চিন্তা ধরিয়েছিল। তবে ফিল্ডিং করতে নেমে যশপ্রীত বুমরার তুলে নেওয়া উইকেট টিম ইন্ডিয়া অক্সিজেন জোগান দিয়েছিল। বিপক্ষ দলের অধিনায়ক উইকেট আঁকড়ে টিকে থাকার চেষ্টা করেও লাভের ফসল তাই উঠল ভারতের ঘরে। ভারতীয় বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকার মূল্যবান ৩ উইকেট পড়তেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেল।
এদিকে যশপ্রীত বুমরা ও শামির দাপটে আর সোজা হতে পারেনি এল্ডার, বাভুমা, ডিউক ও মুল্ডারের উইকেট একে একে তুলে নেন বুমরা, শামি, সিরাজ। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিণের বলে রাবাডা প্যাভিলিয়নে ফিরতেই নয়া ইতিহাস লেখা হয়ে যায়। বছর শেষে বিদেশের মাটিতে জয় ছিনিয়ে নিল কোহলির ভারত।