India vs West Indies 1st ODI 2019-ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) চোটের জন্য ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে। তিন ম্যাচের সেই সিরিজে ভুবির পরিবর্ত হিসেবে এলেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর ( Shardul Thakur)। রবিবার থেকে চেন্নাইয়ে শুরু হচ্ছে একদিনের সিরিজ। সদ্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিতেছে ভারত। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ণায়ক টি-২০-তে ভারতীয় ব্যাটসম্যানদের দাপটের সামনে অসহায় দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
এক বিবৃতিতে বিসিসিআই (BCCI) জানিয়েছে, মুম্বইয়ে শেষ টি-২০-র পর ডান কুঁচকিতে ব্যথা অনুভব করেছেন ভুবনেশ্বর কুমার। তিনি বিশেষজ্ঞদের দেখিয়েছেন ও আল্ট্রাসাউন্ড স্ক্যান করেছিলেন। বিসিসিআই-র মেডিকেল টিম জানিয়েছে, তাঁর হার্নিয়ার লক্ষণ দেখা দিয়েছে। এখন বিশেষজ্ঞের মতামত চাওয়া হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।" এর আগে চোট সারিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছিলেন ভুবনেশ্বর কুমার। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে তিনি খেলতে পারেননি। এ বার ফের চোট পেলেন কুঁচকিতে। ভুবির ফের চোট উদ্বেগ বাড়াচ্ছে দলের। আরও পড়ুন: VIVO IPL 2020 Player Auction: আইপিএল নিলামের তালিকায় ৩৩২ জন ক্রিকেটার, জেনে নিন কোন ক্রিকেটারের কত দর
শার্দুল দেশের হয়ে শেষ বার খেলেছিলেন ২০১৮ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে। গ্রুপ এ-র সেই ম্যাচ খেলার পর কুঁচকি ও কোমরের নীচে সমস্যার জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এই বছরের আইপিএলের পর পায়ে অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। ফলে, তাঁকে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কী ভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আগ্রহী ক্রিকেটমহল।