Photo Credits: ICC

Women's Asia Cup T20 2024: এই জয়ের ফলে সেমিফাইনালে ওঠা নিশ্চিত হল গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দলের (Indian Women Cricket Team)। রবিবার শ্রীলঙ্কার ডাম্বুলায় ঝড় তুললেন বাংলার মেয়ে রিচা ঘোষ। ভারতীয় মহিলা দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ৬ নম্বর নেমে মাত্র ২৯ বলে ৬৪ রান করে অপরাজিত থাকলেন। ২২০ স্ট্রাইক রেটের রিচার ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারি. ১টি বাউন্ডারিতে।

অধিনায়িকা হরমনপ্রীত কৌর ৪৭ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। শুরুটা ভাল করেছিলেন ওপেনার শেফালি ভার্মা (১৮ বলে ৩৭)। তবে শিলিগুড়ির মেয়ে রিচার বিস্ফোরক ইনিংসেই দুশো পাড় করে ভারতীয় মহিলা দল। মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। পাশাপাসি এটি কুড়ির ক্রিকেটে ভারতীয় মহিলা দলের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। রানের পাহাড়ের সামনে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন কিছুই করতে পারেননি আরবের মেয়েরা। পুরো ২০ ওভার ব্যাট করে ইউএই-র মেয়েরা ৭ উইকেটে মাত্র ১২৩ রান করে। দীপ্তি শর্মা ২৩ রানে ২টি উইকেট নেন। আরও পড়ুন-মেয়ের হাত দিয়ে টেনিসে 'হল অফ ফেম' পদক প্রাপ্তি লিয়েন্ডার পেজের

দেখুন খবরটি

প্রসঙ্গত, মহিলাদের চলতি টি টোয়েন্টি এশিয়া কাপের প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌর-রা ৭ উইকেটে হারান পাকিস্তানকে। দুটো খেলে দুটোতেই জয়ের পর ভারতীয় মহিলা দল এবার গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার খেলবে নেপালের বিরুদ্ধে। এরপর সেমিফাইনালে নামবে ভারতীয় মহিলা দল। আট দলীয় চলতি এশিয়া কাপে ভারতের গ্রুপের আছে পাকিস্তান, ইউএই বা সংযুক্ত আরব আমিরশাহি ও নেপাল। অন্য গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাইল্যান্ড এবং মালয়েশিয়া। সেমিতে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ।