বেঙ্গালুরু টেস্টে (Bengaluru Test) ৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লড়ছে টিম ইন্ডিয়া (Team, India)। রানের পাহাড়ের কাছে নুইয়ে না পড়ে পাল্টা আক্রমণের পথে গেলেন রোহিত শর্মারা। তৃতীয় দিনের শেষ ভারত এখনও ১২৫ রানে পিছিয়ে, হাতে ৭ উইকেট। ভারতীয় সমর্থকরা আশায়, আগামিকাল দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের লিড থাকলেও কিউইদের হারিয়ে দেবেন অশ্বিনরা। সেক্ষেত্রে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে করেও টেস্ট জেতার অনন্য নজির গড়বে টিম ইন্ডিয়া। তবে সেসব এখন অনেক দূরের কথা, দিনের খেলার শেষ বলে বিরাট কোহলির আউটটা ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। ৭০ রানে আউট হলেন কোহলি। আর ৭০ রানে অপরাজিত থাকলেন সরফরাজ খান। কাল, মঙ্গল চতুর্থ দিনের শুরুতে সরফরাজের সঙ্গে নামবেন ঋষভ পন্থ। এরপর একে একে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন-রা।
লোয়ার অর্ডারও খুবই মজুবত টিম ইন্ডিয়ার। কিন্তু প্রথম ইনিংসের আতঙ্ক এখনও কাটেনি। তবে এ কথাও ঠিক দ্বিতীয় দিনের পিচের সঙ্গে চতুর্থ দিনের পিচের অনেক ফারাক। কাল, সরফরাজ, পন্থ, রাহুল, জাদেজারা আরও ৩০০ রান করে দিতে পারলে বড় কিছু অঘটন ঘটতে পারে।
এর আগে ৪০২ রানে শেষ হয় কিউইদের প্রথম ইনিংস। ১৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন কিউই ব্যাটার রচিন রবীন্দ্র। বেঙ্গালুরুতে তাঁর পূর্ব পুরুষদের বাড়ি। কিউই ইনিংসের শেষের দিকে ৯ নম্বরে নেমে টিম সাউদির ৭৩ বলে দ্রুত ৬৫ রানের ঝড়ো ব্যাটিং কিউইদের আরও মজবুত জায়গায় দাঁড় করায়। কুলদীপ যাদব ৯৯ রানে ৩টি ও রবীন্দ্র জাদেজা ৭২ রানে ৩টি উইকেট নেন। সিরাজ দুটি, বুমরা ও অশ্বিন একটি করে উইকেট নেন। দিনের খেলার শুরু নিউ জিল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৮০। আজ ২২২ রান যোগ করেন রচীন, সাউদি-রা।
ইনিংস হার বাঁচাতে এখনও চাই ১২৫ রান, হাতে ৭ উইকেট
A big boost for New Zealand as they dismiss Virat Kohli off the final ball of Day 3 🏏#WTC25 | #INDvNZ 📝: https://t.co/do4ujxzTSX pic.twitter.com/5JeBmSrSfG
— ICC (@ICC) October 18, 2024
এদিন, দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ করেন রোহিত শর্মা-যশস্বী জয়সওয়াল। কিন্তু মনসংযোগের সামান্য ব্যাঘাত ঘটতে কিউই স্পিনার আজাজ প্যাটেলের বলে স্ট্যাম্প হয়ে ফিরে যান যশস্বী (৩৫)। দুরন্ত হাফ সেঞ্চুরি করে রোহিত (৫২)-কে বোল্ড করেন আজাজ। এরপর প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া দুই ব্যাটার বিরাট কোহলি ও সরফরাজ খান দারুণ খেলতে থাকেন। বিরাটদের ব্যাটিং দেখে কে বলবে, তাঁরা নিশ্চিত ইনিংস হার রোখার লড়াইয়ে নেমেছেন। ১৩৬ রানের পার্টনারশিপে যখন মনে হচ্ছিল 'অল ইজ ওয়েল'তখনই দিনের শেষ বলে গ্লেন ফিল্পিসের করা ডেলিভারিতে আউট হন বিরাট। ১০২ বলে ৭০ রান করেন কোহলি। ৭৮ বলে ৭০ রানে অপরাজিত সরফরাজ খান।
এদিনে টেস্ট ক্রিকেটে চতুর্থ ভারতীয় হিসেবে ৯ হাজার রানের ক্লাবে ঢুকলেন কোহলি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকরের পিছনেই দেশের সর্বোচ্চ টেস্ট রানসংগ্রহকারী ব্যাটার এখন কোহলি। টেস্টে ৯ হাজার রান করতে কোহলি ১৯৭টা ইনিংস নিলেন। ভারতীয়দের মধ্যে যেটা সবচেয়ে ধীরতম।