
India vs India A, Intra-Squad Live Streaming: আজ ১৩ জুন থেকে ভারত বনাম ভারত এ ইনট্রাস্কোয়াড ম্যাচ কেন্টে আয়োজিত হতে চলেছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই ইনট্রাস্কোয়াড ম্যাচ নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। কিন্তু ২০ জুন লিডসে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগের এই গুরুত্বপূর্ণ ম্যাচের লাইভ স্ট্রিম বাতিল করে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু ভারত এ এবং ইংল্যান্ড লায়ন্সের মধ্যে দুটি রেড-বল টেস্ট ম্যাচ JioHotstar-এ লাইভ স্ট্রিম করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, এবার এটি হবে না। তার কারণ বিসিসিআই (BCCI) ইংল্যান্ডে ভারতীয় দলের এই আনঅফিসিয়াল ম্যাচে মিডিয়া কর্মী ও ব্রডকাস্টারদের প্রবেশ নিষিদ্ধ করে বলে রিপোর্ট করেছে হিন্দুস্তান টাইমস। এছাড়া বিসিসিআই একটি প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছে এবং ১৩-১৬ জুন অবধি চলা ম্যাচের সম্পর্কে শেষ দিনে, এক জন খেলোয়াড় বা সাপোর্ট স্টাফের মিডিয়ার সঙ্গে কথা বলবেন। Rohit Sharma and Virat Kohli Farewell: অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিশেষ ফেয়ারওয়েল, বলছে রিপোর্ট
ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচ
🗣️🗣️ There's some quality energy in this group #TeamIndia Bowling Coach Morne Morkel previews the intra-squad match starting in Beckenham today 👌👌
WATCH 🎥🔽 #ENGvIND | @mornemorkel65
— BCCI (@BCCI) June 13, 2025
ভারত 'এ' স্কোয়াডঃ যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), করুণ নায়ার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, হর্ষ দুবে, অংশুল কাম্বোজ, হর্ষিত রানা, মুকেশ কুমার, কেএল রাহুল, ইশান কিষাণ, খলিল আহমেদ, তুষার দেশপাণ্ডে, আকাশ দীপ, মানব সুথার, তনুশ কোটিয়ান, রুতুরাজ গায়কোয়াড়।
ভারত টেস্ট স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহঅধিনায়ক/উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচ?
আজ, ১৩ জুন থেকে ১৬ জুন বেনকহামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে (Kent County Cricket Ground, Beckenham) আয়োজিত হবে ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচ?
ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচ?
ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচ
ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে না।