India vs England ODI 2021 Schedule: ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ, জেনে নিন সম্পূর্ণ সময়সূচি
File Photo | India vs England T20I Series 2018 (Photo Credits: Twitter @BCCI)

ইংল্যান্ডের ভারত সফর শেষ ওডিআই সিরিজ (India vs England ODI 2021) দিয়ে। ২৩ মার্চ থেকে শুরু হবে ওডিআই সিরিজ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে ম্যাচ। ইংল্যান্ড ৪ টেস্টের সিরিজ দিয়ে ভারত সফর শুরু করেছিল, এর মধ্যে ৩টি টেস্ট জিতে ভারত সিরিজ জিতেছিল, তারপরে গতকাল সমাপ্ত হওয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজও পকেটে পুরেছে বিরাট কোহলিরা।

ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড সুপার লিগেরও একটি অংশ, এটি ওয়ানডে সুপার লিগ নামেও পরিচিত। আইসিসি-কে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর জন্য দল বাছতে সহায়তা করবে এই লিগ। আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষ সাত দল ছাড়াও আয়োজক দেশ বিশ্বকাপে খেলবে। ২০২৩ বিশ্বকাপ হবে ভারতে। আসন্ন একদিনের সিরিজের প্রতিটি ম্যাচ হবে পুনেতে। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর দেড়টা থেকে। আরও পড়ুন: IPL 2021: সরাসরি নিজের নিজের আইপিএল দলের জৈব সুরক্ষা বলয়ে যোগ দিতে পারবেন বিরাট কোহলিরা

IND vs ENG ODIs schedule
Match details Date Day Time (IST) Toss time (IST) Venue
1st ODI 23-Mar Tuesday 1:30 PM 1:00 PM Maharashtra Cricket Association Stadium, Pune
2nd ODI 26-Mar Friday 1:30 PM 1:00 PM Maharashtra Cricket Association Stadium, Pune
3rd ODI 28-Mar Sunday 1:30 PM 1:00 PM Maharashtra Cricket Association Stadium, Pune

ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেট কিপার), কেএল রাহুল (উইকেট কিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব , ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর।

ইংল্যান্ডের দল: ইয়ন মর্গান (অধিনায়ক), মইন আলি, জোফরা আর্চার, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, দাউদ মালান, আদিল রশিদ, জেসন রায়, বেন স্টোকস, রিস টোপালি, মার্ক উড।