India vs England 4th Test 2021: আগামীকাল মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট জেনে নিন পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ

আগামীকাল থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ তথা শেষ টেস্ট (India vs England 4th Test 2021)। বৃহস্পতিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi stadium) হবে এই ম্যাচ। আগের ম্যাচে দুর্দান্ত জয়ের পরে আত্মবিশ্বাস তুঙ্গে বিরাট কোহলিদের। আমেদাবাদে মাত্র দুদিনেই ম্যাচ পকেটে পুরো নেয় টিম ইন্ডিয়া। যদিও আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও ইংরেজদের হালকা ভাব নিচ্ছে না কোহলিরা। কারণ চতুর্থ টেস্ট জিতলে তবেই সিরিজ পকেটে পুরবে ভারত। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা নিশ্চিত করতে ভারতকে সিরিজের চূড়ান্ত টেস্ট জিততে বা ড্র করতে হবে। তবেই জুনে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলতে পারবে টিম ইন্ডিয়া।

তৃতীয় টেস্টে দু'জনে মোট ১৮ উইকেট নেওয়ার কারণে সবার নজর থাকবে রবিচন্দ্রন অশ্বিন ও অক্সার প্যাটেলের দিকে। এছাড়াও আবারও রোহিত শর্মার ব্যাটে ভর করতে চাইবেন বিরাট। চোট সারিয়ে দলে ফিরতে পারেন উমেশ যাদব। কারণ ব্যক্তিগত কারণে জাসপ্রিত বুমরা শেষ টেস্টে খেলবেন না। আরও পড়ুন : Virat Kohli: ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার, ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড

ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ, অক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডমিনিক সিবলি, জাক ক্রোলি, জো রুট, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফোকস, অলি পোপ, জ্যাক লিচ, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

পরিসংখ্যান: ভারত ও ইংল্যান্ড এখনও পর্যন্ত ১২৫টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে ইংল্যান্ড জিতেছে ৪৮টিতে। ভারত জিতেছে ২৮টিতে। ইংল্যান্ড ভারতের মাটিতে ৬৩টি টেস্ট খেলেছে। তার মধ্যে ১৪টিতে জিতেছে। ২১টিতে জিতেছে ভারত।