আজ থেকে লন্ডনের লর্ডসে (Lord's) শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট (India vs England 2nd Test)। চোটের কারণে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। একই কারণে অনিশ্চিত জেমস অ্যান্ডারসনও। তবে স্বস্তিতে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলিও। শার্দুল ঠাকুর দ্বিতীয় টেস্টের অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ভারতীয় দলে আপাতত তিনিও অনিশ্চিত। তাই অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে বেছে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। বল ছাড়াও ব্যাট হাতেও টিমকে সাহায্য করতে পারেন তিনি।
অন্যদিকে ব্যাটসম্যানদের নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড দলেও কিছু পরিবর্তন হতে পারে। ইংল্য়ান্ড দল মইন আলিকে লর্ডসে টিমে ডেকে পাঠিয়েছে। হাসিব হামিদ এবং মইন আলি সম্ভবত একাদশে থাকবেন। এদিকে স্টুয়ার্ট ব্রড নেটে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন, তাঁর স্ক্যান করা হবে। ব্রড খেলতে না পারলে মার্ক উড শুরু করতে পারেন।
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে রয়েছে?
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ ১২ অগাস্ট, ২০২১ বৃহস্পতিবার।
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ বেলা সাড়ে ৩টেয় শুরু হবে। টস হবে ৩টেয়।
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ঐতিহাসিক লন্ডনের লর্ডস স্টেডিয়ামে।
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?
সোনি এই সিরিজের সম্প্রচারক। এই টেস্ট ম্যাচ সোনি সিক্স চ্যানেলে সরাসরি দেখা যাবে।
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখা যাবে?
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ (SonyLiv) এ।