India vs England 2024: ধর্মশালায় তুষারপাতের পূর্বাভাস, ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ
Dharamshala Stadium (Photo Credits: X)

India vs England 2024:  ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে গিয়েছে ভারত। আগামী বৃহস্পতিবার ধর্মশালায় (Dharamshala Stadium) পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচ। ম্যাচটি নিয়মরক্ষার হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে ভারতের জন্যে তা খুবই গুরুত্বপূর্ণ। তবে ম্যাচটি আদেও হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) আবহাওয়া বেগতিক। তবে এবার বৃষ্টি হয়, ভারত-ইংল্যান্ড মাচের পথে বাধা হতে পারে বরফ (Snowfall)।

হিমাচল প্রদেশের আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast) বলছে, ধর্মশালায় টেস্ট ম্যাচ চলাকালীন বরফ পড়ার (Snowfall) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, শনিবার ও সোমবার তুষারপাতের পূর্বাভাষ জারি করেছে হাওয়া অফিস। বাকি দিনগুলো বৃষ্টিতে ভিজবে। বৃহস্পতিবার ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ (India vs England 2024)। সেদিন থেকে টানা পাঁচ দিন তাপমাত্রা থাকবে নামমাত্র। আকাশ থাকবে মেঘলা। ধর্মশালার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নীচে, -৪ ডিগ্রি। রোদ ওঠার কোন সম্ভাবনা নেই।

এই পরিস্থিতিতে ব্যাট হাতে মাঠে নামা ক্রিকেটারদের পক্ষে সম্ভব নয়। তাই ধর্মশালায় সিরিজের শেষ টেস্ট ম্যাচটি হওয়া সম্ভব কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে।