আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ (India vs England 1st Test 2021)। ৫ টেস্টের সিরিজর প্রথম টেস্ট খেলা হবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে (Trent Bridge)। চোটগ্রস্ত ভারতীয় ক্রিকেট দল আরেকটি ধাক্কা খেয়েছে। কারণ ওপেনার মায়াঙ্ক আগরওয়াল প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। অনুশীলনের সময় তিনি হেলমেটে আঘাত পান। তাই ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে কাকে দেখা যাবে, তা ম্যাচের আগে ছাড়া জানা যাবে না। কে এল রাহুল ও অভিমন্যু ঈশ্বরনের মধ্যেই কোনও একজনকে এই দায়িত্ব নিতে হবে। তবে এখন দেখার বিরাট কোহলি দুই স্পিনার নিয়ে মাঠে নামেন, নাকি দুই পেসার নিয়ে মাঠে নামেন।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ কবে রয়েছে?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ ৪ অগাস্ট, ২০২১ বুধবার।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ বেলা সাড়ে ৩টেয় শুরু হবে। টস হবে ৩টেয়।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ হবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?

সোনি এই সিরিজের সরকারি সম্প্রচারক। প্রথম টেস্ট সোনি সিক্স চ্যানেলে সরাসরি দেখা যাবে।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ (SonyLiv) এ।