আগামীকাল থেকে ভারতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ৪ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড (India vs England 1st Test 2021)। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ( MA Chidambaram Stadium) স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ায় শেষ তিনটি ম্যাচ না খেললেও আগামীকাল ফের দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। ইশান্ত শর্মা এবং জাসপ্রিত বুমরাও চোট সারিয়ে দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এই সিরিজের গুরুত্ব অপরিসীম দুই দলের কাছেই। যে দল সিরিজ জিতবে তারাই লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ায় চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়ার সিরিজ জয় ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। তবে ঘরের মাঠে পুরো শক্তি নিয়েই কোহলিরা মাঠে নামবেন। আর অশ্বিন বোলিং লাইনআপে মূল ভূমিকা রাখবেন, এছাড়াও রয়েছেন পেসার জসপ্রিত বুমরাহ। অন্যদিকে, ইংল্যান্ড এমন একটি দল যারা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে খেলতে এসেছে। ক্যাপ্টেন জো রুট দারুণ ফর্মে রয়েছেন। তিনি ভারতের স্পিন অ্যাটাকে দলকে নেতৃত্ব দেবেন। মিডল অর্ডারে রয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। আরও পড়ুন: রোহিত শর্মার টুইটের জবাবে কৃষকদের ‘জঙ্গি’ আখ্যা কঙ্গনার, অভিনেত্রীর পোস্ট ডিলিট করল টুইটার
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ, অক্সার প্যাটেল, আর অশ্বিন, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরা, ইশান্ত শর্মা।
ইংল্যান্ডর সম্ভাব্য একাদশ: ররি বার্নস, ডম সিবলি, জাক ক্রোলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ড্যান লরেন্স, জোস বাটলার, ডম বেস, জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড।