আজ ১২ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের টি-২০ সিরিজ (IND vs ENG T20 2021)। আগামীকাল গুতরাতের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হবে সিরিজের প্রথম টি-২০। টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে ভারত। তাই টি-২০ ফর্ম্যাটেও একই ফর্ম ধরে রাখতে চাইছে কোহলি বাহিনী। অক্টোবরে ভারতে বসতে চলেছে টি-২০র বিশ্বকাপের আসর। তার আগে আইপিএল ছাড়া আর খুব বেশি টি-২০ ম্যাচ খেলার সুযোগ নেই ভারতীয় দলের কাছে। একাদশে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে অনুশীলন সেশনে কঠোর পরিশ্রম করছেন শ্রেয়স আইয়ার ও যুজুভেন্দ্র চাহাল। এছাড়াও ঈষান কিষাণ, ভুবনেশ্বর কুমার, কেএল রাহুল, টি নটরাজনকেও অনুশীলনে দেখা গেছে।

অন্যদিকে টি-২০ তে ইংল্যান্ড বিশ্বের প্রথম নম্বর দল এবং তারা নিজেদের জায়গাটি ধরে রাখতে চাইবে ভারতের মাটিতে ভারতেরই বিপক্ষে লড়াই করে। তবে ভারত যদি পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারাতে পারে তবে তারা আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে যেতে পারে। আরও পডুন: Sunil Chhetri Tests Positive For COVID-19: করোনাভাইরাসে আক্রান্ত ফুটবলার সুনীল ছেত্রী

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ কোথায় খেলা হবে?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ কখন শুরু হবে?

বুধবার, ৪ মার্চ ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু হবে। টস হবে ৭টায়।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের সরাসরি কভারেজ কোথায় এবং কীভাবে দেখবেন?

ভারত বনাম প্রথম টি-২০ ম্যাচ Star Sports network-র Star Sports 1 HD/SD, Star Sports 2 HD/SD সহ বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কীভাবে দেখা যাবে?

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Hotstar Disney ও Jio Tv তে।