India vs Bangladesh Live Score Updates: সাকিব আল হাসান ও লিটন দাস ভারতের বোলিং আক্রমণকে টানা কিছুটা চ্যালেঞ্জ দিলেও আগের প্রথম ১৩ ওভারের মধ্যেই বাংলাদেশের সেরা পাঁচে থাকা বাংলাদেশকে আউট করে দেয় ভারতের স্পিন এবং পেস তারকারা। জসপ্রীত বুমরাহ ৩টি উইকেট নিয়ে ৪০০ উইকেটের মালিক হয়েছেন। এবং আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। দ্বিতীয় সেশনের শেষের দিকে জাদেজার বিরুদ্ধে আচমকাই বড় শট খেলতে গিয়ে বিপাকে পড়েন বাংলাদেশের উইকেটরক্ষক, লিটন ৪২ বলে ২২ রানে আউট হন এবং তার ও সাকিবের জুটি ৯৪ বলে ৫১ রানে শেষ হয়। এরপর জাদেজার স্পিনে ৬৪ বলে ৩২ রান করে আউট হন সাকিব আল হাসান। এখন শেষ ভরসা হিসেবে মাঠে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাঁর সঙ্গে থাকা হাসান মাহমুদ শেষ বলে আউট হন। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের স্কোর-১১২/৮, ফলো অন বাঁচাতে প্রয়োজন ৬৪ রান। IND vs BAN 1st Test Day 2 Live Streaming: ভারত বনাম বাংলাদেশ, প্রথম টেস্ট দ্বিতীয় দিন; কোথায় সরাসরি দেখবেন ভারত এবং বাংলাদেশে
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন, দ্বিতীয় সেশনের স্কোরকার্ড
That'll be Tea on Day 2 of the 1st Test.
Bangladesh 112/8, trail #TeamIndia by 264 runs.
Scorecard - https://t.co/jV4wK7BgV2……… #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/D23dS3I3Y4
— BCCI (@BCCI) September 20, 2024
জসপ্রীত বুমরাহর ৪০০ উইকেট
𝟒𝟎𝟎 𝐰𝐢𝐜𝐤𝐞𝐭𝐬 𝐟𝐨𝐫 𝐈𝐧𝐝𝐢𝐚 💥💥
A milestone to savour! @Jaspritbumrah93 has picked up his 400th wicket for #TeamIndia.
Hasan Mahmud is caught in the slips and Bangladesh are now 112-8.#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/HwzUaAMOBt
— BCCI (@BCCI) September 20, 2024
চিপক স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালে দ্বিতীয় নতুন বল পেতেই বাংলাদেশ তা গ্রহণ করে এবং দিনের তৃতীয় ওভারে রবীন্দ্র জাদেজাকে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে তাসকিন আহমেদ উইকেট তুলে নেন। আজ সকালে জাদেজা তার গত দিনের ৮৬ রানের স্কোরে আর কোনো রান যোগ করতে পারেননি এবং তার পঞ্চম টেস্ট সেঞ্চুরিটি মিস করেন এবং তাঁর সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের জুটি শেষ হয় ১৯৯ রানে। এরপর আজ তাসকিন আহমেদ অশ্বিন এবং আকাশ দীপকে আউট করে ৩ উইকেট নেন অন্যদিকে, হাসান মাহমুদ বুমরাহকে ফিরিয়ে তাঁর ৫ উইকেট নেন। এরপর ভারতের প্রথম ইনিংসের ৩৭৬ রানের জবাবে প্রথম ওভারেই উইকেট নেন এবং শাদমানকে ফেরান এবং টানা দুই বলে জাকির হাসান এবং মমিনুলকে আউট করেন আকাশ দীপ। সকালের সেশনের তিনটি উইকেটেই এসেছে বোল্ড রূপে।
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট, দ্বিতীয় দিন, প্রথম সেশনের স্কোরকার্ড
A wicket from Jasprit Bumrah & a double strike from Akash Deep put India in the pole position to win the first Test against Bangladesh at Chepauk 🏏#INDvBAN #IndianCricketTeam #CricketTwitter pic.twitter.com/TQY00Mnecc
— InsideSport (@InsideSportIND) September 20, 2024