Kanpur Green Park Stadium (Photo Credit: @muffadal_vohra/ X)

কানপুর, ২৯ সেপ্টেম্বর: বৃষ্টি হল না, তবু খেলা হল না। কানপুরের সুপার সানডে টেস্ট বৃষ্টি ছাড়াই ধুয়ে গেল। হায় রে কপাল। টানা দুটো দিন কানপুর টেস্টে বল গড়াল না। কাঠগড়ায় উঠেছে কানপুরের গ্রিনপার্কের নিকাশী ব্যবস্থার হাল। আধুনিক ক্রিকেটে এমন ঘটনা খুব বেশী দেখতে পাওয়া যায় না। বিশ্বের ধনীতম বোর্ডের আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠের পরিকাঠামো লজ্জায় ফেলে দিল। এদিন বার তিনেক মাঠ পরিদর্শনের পর আম্পয়াররা সিদ্ধান্ত নিলেন আজ আর খেলা হওয়া সম্ভব নয়। অথচ বৃষ্টি তো দূরের কথা তখন কানপুরে বেশ রোদ উঠেছে।

গ্রিনপার্কে প্রথম দিনে ৩৫ ওভারের খেলার পর ৩ উইকেটে ১০৭ বাংলাদেশের করা রানটাই এখনও কানপুরের স্কোরবোর্ডে লেখা। গত দু দিন ধরে স্কোরবোর্ড স্থির হয়ে দাঁড়িয়ে।

কানপুর টেস্টে এখনও পর্যন্ত ভেস্তে গিয়েছে মোট ২৩৫ ওভারের খেলা। তার মধ্যে বৃষ্টির জন্য সরসারি বাতিল হয়েছে ৪৫ ওভারের মত। আর বাকি ১৯০ ওভার মাঠের আউটফিল্ড ও পিচ ভিজে থাকায়। বাকি আছে আর ১৮০ ওভারের খেলা। সেখানে সোমবার কানপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মাঠের এই পরিস্থিতিতে ফের বৃষ্টি হলে, আর খেলা হওয়ার সম্ভাবনা কম। গ্রাউন্ডসম্যানরা অসম্ভব পরিশ্রম করছেন। ইউপি ক্রিকেট কর্তারাও মাঠে আছেন। কিন্তু মাঠ শুকনো করার পরিকাঠামো, আর মাঠের ড্রেনেজ সিস্টেম এত খারাপ, তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে এখানে টেস্ট ম্যাচ আয়োজনের অনুমতি বোর্ড কী করে দিল?

ভেস্তে গেল তৃতীয় দিনের খেলাও

টেস্টের বাকি দুটো দিনে যে খেলা হয়ে ম্যাচের ফয়সালা হবে এমন আশা কম। এই ম্যাচ ড্র হলে টানা তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা কঠিন হয়ে যাবে টিম ইন্ডিয়ার। কানপুর টেস্ট ড্র হলে আগামী বছর জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে রোহিত শর্মার দলকে তাদের আগামী আটটা টেস্টের মধ্যে পাঁচটাতে জিততেই হবে। রোহিতরা এরপর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও ক্যাঙারুর দেশে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটা টেস্ট খেলবে।