India vs Australia 2nd Test 2020 Day 3: মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলীয় ব্যাটিং অর্ডারকে ধসিয়ে চালকের আসনে ভারত
সতীর্থদের সঙ্গে জাদেজা (Photo Credits: PTI)

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর: মেলবোর্ন টেস্টের (India vs Australia Boxing Day Test) তৃতীয় দিনে অজিদের বিরুদ্ধে ফের ঝলসে উঠেছে ভারতীয় বোলাররা। প্রতিপক্ষ দলের উইকেট পড়ছে একের পর এক। ওপেনার জো বার্নসকে শুরুতেই প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিয়েছেন উমেশ যাদব। উমেশ যাদবের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন জো বার্নস। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ওপেনার জুটির দ্বিতীয় পার্টনার মার্নাস লাবুশানেকে ফিরিয়ে দিলেন রবিচন্দ্রণ অশ্বিন। ততক্ষণে অস্ট্রেলিয়ার ক্রিকেট স্কোর ২ উইকেটে ৭৫ রান। এদিকে বার্নসের জায়গায় তখন লাবুশানের সঙ্গে পার্টনারশিপে খেলছেন ম্যাথু ওয়েড। ২৮ রানে লাবুশানে আউট হতেই ধরে খেলছিলেন ওয়েড।

অস্ট্রেলিয়ার টপ ব্যাটিং অর্ডারকে ধসিয়ে ততক্ষণে ভারতীয় শিবিরে জয়োল্লাস শুরু হয়েছে। একই সঙ্গে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন আজকের ভারতীয় দলে ব্রেক থ্রু দেওয়া বোলার উমেশ যাদব। গোটা সিরিজে তিনি আর বল করতে পারবেন কি না তানিয়েই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এরপর চা বিরতির শেষে লাবুশানের জায়গায় এলেন স্টিভ স্মিথ। ক্রিজে থেকে মাত্র ৮ রান করতে না করতেই তাঁকে ফেরত পাঠালেন জসপ্রীত বুমরাহ। শুরু থকেই চোখের সামনে টপ অর্ডার তারপর মিডল অর্ডার ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফিরতে দেখে বিরাট চাপে পড়ে যান ম্যাথু ওয়েড। এরপর ৪০ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। একদিকে যখন ভারতীয় দলের বোলিংয়ের সামনে নাস্তানাবুদ অস্ট্রেলীয় ক্রিকেটের টপ ব্যাটসম্যানরা। তখন একা কুম্ভের মতোই আশার আলো জাগিয়ে রেখেছিলেন ম্যাথু ওয়েড। তবে শেষরক্ষা হল না। ৯৮ রানে ফের পড়ল উইকেট। ব্যক্তিগত ১৭ রানের মাথায় সিরাজের বলে আউট হলেন ট্র্যাভিস হেড। এমন বিপর্যয়ের মুখে ক্রিজে টিকে থেকে সতীর্থদের ভরসা জোগাতে ব্যর্থ হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন। আরও পড়ুন-Winter In West Bengal: বর্ষবরণেও বঙ্গে থাকবে শীত, জানালো আবহাওয়া দপ্তর

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া টিমকে বিপাকে ফেলে একেবারে চালকের আসনে ভারতীয় দল। রবীন্দ্র জাদেজা পেয়েছেন ২ উইকেট। বুমরাহ, সিরাজ, অশ্বিন ও উমেশ পেয়েছেন একটি করে উইকেট।