Adelaide Oval

অ্যাডিলেড ওভালে ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টে লোডশেডিং! হ্যাঁ, খোদ ডন ব্র্যাডম্যানের দেশে কারেন্ট অফের কারণে দিন রাতের টেস্টের তৃতীয় তথা শেষ সেশনের খেলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গল। ফ্লাডলাইটে বিভ্রাটের কারণে দু'বার বন্ধ করে দিতে হল খেলা। অস্ট্রেলিয়ার ইনিংসের হর্ষিত রানা বল করার লোডশেডিংয়ের কারণে পুরো মাঠ অন্ধকার হয়ে যায়। ভারতকে প্রথম ইনিংসে ১৮০ রানে অল আউট করে, অজিরা তখন এক উইকেট হারিয়ে লড়ছে। তবে দু'বার আলো বন্ধ হয়ে খেলা থমকে গেলেও অস্ট্রেলিয়ার দুই ব্যাটার নাথন ম্যাকসুইনি ও মার্নাস লাবুসচানে-র মনোসংযোগে ব্যাঘাত ঘটেনি।

আলো বন্ধ হয়ে খেলা থেমে যাওয়ার পরই ম্যাচের ধারাভাষ্যকাররা নিজেদের মধ্যে হাসিঠাট্টা করতে থাকেন। কমেন্ট্রি বক্সে থাকা ডেভিড ওয়ার্নার মজা করে বললেন, "মনে হয় কেউ ইলেকট্রিক বিল জমা করতে ভুল গিয়েছে।"

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

মার্ক ওয়া মজা করে বললেন, "আজ খুব গরম পড়েছে। সবাই মনে হয় এসি চালিয়ে ঘরে বসে খেলা দেখছে। তাই ইলেকট্রিসিটি শেষ হয়ে গিয়ে এখানে আলো নিভেছে।" ধারাভাষ্যকার হর্ষা ভোগলে বললেন, " কেউ মনে হয় ঘুমিয়ে পড়েছে।