India U19 vs Pakistan U19: পোচেফেস্টরুমে মুখোমুখি ভারত-পাক, টসে জিতে ব্যাটিং পাকিস্তানের
File picture of India U19 team. (Photo Credits: Getty Images)

পোচেফেস্টরুম, ৪ জানুয়ারি : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান (India U19 vs Pakistan U19)। মঙ্গলবার পোচেসস্ট্রুমে মুখোমুখি হয় এই দুই দল। অনূর্দ্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ানের আসনে ছিল ভারত। ২০১০ সালের পর থেকে ভারতকে (India) দমাতে পারেনি পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে ওঠে ভারত, অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে শেষ চারের ম্যাচে উড়েছে পাকিস্তান (Pakistan)।

পরিসংখ্যান অনুযায়ী, টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ স্কোর রয়েছে ২৯৭। মোট চারটি ম্যাচে ভারতীয় বোলাররা নিয়েছে ৪০ উইকেট। পাক বোলারদের ঝুলিতে রয়েছে ৩৯টি উইকেট। সবমিলিয়ে পরিসংখ্যান বলছে, ভারত এবং পাকিস্তান এখন একই জায়গায় রয়েছে।

টসে জিতে মাঠে ব্যাট করতে নামে পাকিস্তান। শেষ খবর অনুযায়ী, ২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান রান করেছে ১১২।

এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। টুর্নামেন্টে তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি এখনও পর্যন্ত। অন্যদিকে, বোলারের তালিকা থেকে তাহির হুসেনও রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের ভরসার জায়গায়।