কলকাতা, ২৯ অক্টোবর: Day Night Test in Eden Gardens: সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) র হাত ধরে আরও একবার ইতিহাস গড়তে চলেছে কলকাতা (kolkata)। আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে হতে চলা ভারত-বাংলাদেশ টেস্টে সিরিজের দ্বিতীয় ম্যাচটা দিন রাতের হতে চলেছে, তা আজ সরকারিভাবে স্বীকৃতি পেয়ে গেল। সৌরভ গাঙ্গুলির বিসিসিআইয়ের প্রস্তাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজি হয়ে যাওয়ায় বিরাট কোহলিরা এই প্রথম দিন রাতের টেস্ট খেলতে চলেছেন। আর সেটাই হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সেই। গোলাপি বলে হতে চলা ইডেন গার্ডেন্সে হতে চলা ভারত-বাংলাদেশ দিন রাতের টেস্ট একেবারে ঐতিহাসিক হতে চলেছে। সিএবি সচিব অভিষেক ডালমিয়া বলছেন, সবদিক থেকে ইডেনে দিন রাতের টেস্টকে স্পেশাল করার চেষ্টা করছে সিএবি।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার দিন রাতের টেস্ট খেলা হয়। অ্যাডিলেডে প্রথম দিন রাতের সেই টেস্টে খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এমনকী জিম্বাবোয়েও দিন রাতের টেস্ট খেলে ফেলে। কিন্তু বিসিসিআই কিছুতেই দিন রাতের টেস্ট খেলতে রাজি হচ্ছিল না। অনেক অনুরোধ আসা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বারবার দিন রাতের টেস্ট খেলার অনুরোধ প্রত্য়াখান করেছিল। আরও পড়ুন-সাকিব আল হাসানকে দু বছর নির্বাসন ICC-র, শাস্তি পেয়ে যা বললেন বাংলাদেশের অধিনায়ক
সৌরভ গাঙ্গুলি বারবার বলে এসেছেন, টেস্টের জনপ্রিয়তা বাড়াতে দিন রাতের টেস্ট খেলতে হবেই ভারতকে। বোর্ড সভাপতি হয়ে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলার পরই দাদা দিন রাতের টেস্ট খেলার আয়োজনে তৎপর হয়ে ওঠেন। আর এরপরই ইডেনে হতে চলেছে ইতিহাস। ইডেনে হতে চলেছে দেশের মাটিতে প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট। এই ঐতিহাসিক টেস্ট দেখতে আসতে পারেন দু দেশের প্রধানমন্ত্রী। মেরি কম, অভিনব বিন্দ্রাদের মত মহাতারকা ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পরেই ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট হবে ইন্দোরে, ১৪ নভেম্বর থেকে। সেটার পরই ২২ নভেম্বর থেকে ইডেনে হবে দিন রাতের গোলাপি বলে দ্বিতীয় টেস্ট ম্যাচ।