Shreyas Iyer in NCA Camp (Photo Credit: Shreyas Iyer/ X)

বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের কন্ডিশনিং ক্যাম্পের জন্য আসতে শুরু করেছেন ভারতীয় তারকা ক্রিকেটাররা। আলুরের কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার (কেএসসিএ) থ্রি ওভাল ক্যাম্পাসে শুরু হবে এশিয়া কাপের শিবির। এশিয়া কাপ এবং বিশ্বকাপের খেলোয়াড়দের ফিটনেস, বিশেষ করে চলতি মাসের শুরুতে যাঁরা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ফিরেছেন তাঁদের শেষ পর্যায়ের মহড়া এই শিবিরের মূল লক্ষ্য। ১৮ জনের মধ্যে পনেরো জন শুক্রবার থেকে আউটডোর কন্ডিশনিং ও স্কিল বেসড প্রোগ্রামে ব্যাচে অংশগ্রহণ করবে। বাকী ব্যতিক্রম সঞ্জু স্যামসন, যশপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণা ডাবলিন থেকে বেঙ্গালুরুতে এসে ফিটনেস অ্যাসেসমেন্ট করবেন। ESPNcricinfo-এর খবর অনুসারে, সিনিয়র ক্রিকেটার, যারা ক্যারিবিয়ান টি-টোয়েন্টিতে অংশ নেয়নি, তাদের গত দুই সপ্তাহ ধরে ব্যক্তিগত ফিটনেস এবং ডায়েট প্ল্যান দেওয়া হয়েছিল। যদিও এই অনুশীলনটি অনন্য নয়, তবে গত কয়েক বছরে প্রধান খেলোয়াড়দের চোটের কথা মাথায় রেখে ভারত বিশেষ করে ওয়ার্কলোডের দিকে নজর দিয়েছে। ICC Men's ODI Rankings: এশিয়া কাপের আগে ব্যাটিংয়ে চতুর্থ স্থানে উঠে এলেন শুভমন গিল, শীর্ষে বাবর আজম

কে এল রাহুল শুধু শর্তসাপেক্ষে এশিয়া কাপের জন্য ফিট বলে বিবেচিত হয়েছেন। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর এনসিএতে রিহ্যাব করলেও হয়েছে, এশিয়া কাপের প্রথম দু'টি ম্যাচে রাহুলের খেলা নিয়ে সন্দেহ রয়েছে। সোমবার দল ঘোষণার সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচক অজিত আগরকর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জানা গিয়েছে, রাহুলের ব্যাটিং ওয়ার্কলোডে খুশি এনসিএর মেডিক্যাল টিম। তবে রাহুলের উইকেটকিপিং লোড খুব সাবধানে পর্যবেক্ষণ করছে এনসিএ। গত সপ্তাহে এনসিএ আয়োজিত একটি প্র্যাকটিস ম্যাচের পরই তিনি ব্যথার কথা জানান।

এদিকে, শ্রেয়স আইয়ার পুরোপুরি ফিট এবং মাঠে নামার জন্য তৈরি। মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর এই প্রথম সিনিয়র দলে ফিরেছেন তিনি। দুই ম্যাচই অনুশীলনের পর আইয়ার বেশ ভালোই ছন্দে আছেন এবং ভারত 'এ' দলের নেট বোলারদের বিরুদ্ধেও ব্যাট করছেন। আগামী ৩০ অগস্ট বেঙ্গালুরু থেকে কলম্বোর উদ্দেশে রওনা হওয়ার কথা টিম ইন্ডিয়ার। ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করা ভারত ফাইনালে উঠলে সর্বোচ্চ ৬টি ম্যাচ খেলতে পারবে। এশিয়া কাপের পর এবং বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ভারত।