করোনার কারণে মাঝপথেই ইতি টানতে হলো আইপিএলে (IPL 2021)। মুখ ভার ক্রিকেটপ্রেমীদের। এর মধ্যেই এল খুশির খবর। জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের (WTC Final) ফাইনাল এবং তারপর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য শুক্রবার ২০ জনের দল ঘোষণা করল বিসিসিআই।

২০ জনের ভারতীয় দলে রয়েছেন, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট কিপার), রোহিত শর্মা, শুভমন গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, ঋদ্ধিমান সাহা, লোকেশ রাহুল, উমেশ যাদব এবং শার্দুল ঠাকুর। আরও পড়ুন, করোনার কাঁটা, এ বছরের জন্য বন্ধই করা হল আইপিএল

উল্লেখ্য, কেকেআরে (KKR) ২ জন ক্রিকেটার ও সিএসকে (CSK) শিবিরেও করোনায় আক্রান্ত হন। এরপর সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় ঋদ্ধিমান সাহাও (Wriddhiman Saha) করোনায় আক্রান্ত হন। যার জেরে এবছরের জন্য আইপিএল স্থগিত রাখার কথা ঘোষণা করেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।