England Women National Cricket Team vs India Women National Cricket Team: ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI Series 2025)-এর প্রথম ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল, ১৬ জুলাই সাউথ্যাম্পটনের দ্য রোজ বোলে (The Rose Bowl, Southampton) মুখোমুখি হয় ENG W বনাম IND W। পাঁচটি টি২০ ম্যাচের পর ওয়ানডে সিরিজে টস জিতে প্রথম ব্যাট করতে আসে ইংল্যান্ড। ভারত এই ম্যাচ জয়ের সঙ্গে গড়েছে নানা রেকর্ড। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ভারত, এটি ইংল্যান্ডের মাটিতে হওয়া সর্বোচ্চ চেসের ঘটনাও। ইংল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু ভালো হয়নি। তাদের ওপেনার ট্যামি বোমন্ট (Tammy Beaumont) এবং অ্যামি জোনস (Amy Jones) যথাক্রমে পাঁচ এবং এক রানে আউট হন। এরপর ইনিংসকে স্থিতিশীল করার চেষ্টায় থাকা এমা ল্যাম্ব (Emma Lamb) ৩৯ রান যোগ করার পর আউট হন। SL vs BAN 3rd T20I Scorecard: তামিম, মেহেদির সুবাদে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম সিরিজ জয়ে ইতিহাস বাংলাদেশের; একনজরে স্কোরকার্ড
ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা, প্রথম ওয়ানডে স্কোরকার্ড
Deepti Sharma’s 62* guides India over the line to take the series opener!
Their second-highest successful chase in women’s ODIs! 🙌
Scorecard: https://t.co/1GIBevN7Ok pic.twitter.com/gpUXsdd3oV
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 16, 2025
ক্যাপ্টেন ন্যাট সিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt) ৪১ রান করেন। প্রথম ইনিংসের অবস্থা অস্থির হলে সোফিয়া ডাঙ্কলে (Sophia Dunkley) ৯২ বলে ৮৩ রান করেন, সাথে ছিলেন অ্যালিস ডেভিডসন-রিচার্ডস (Alice Davidson-Richards) যিনি ৭৩ বলে ৫৩ রান যোগ করেন। অবশেষে প্রথম ইনিংসে ইংল্যান্ড মোট ২৫৮ রান করে। যেখানে ভারতের হয়ে ক্রান্তি গৌড় (Kranti Goud) এবং স্নেহ রানা (Sneh Rana) দুজনেই দুটি করে উইকেট নেন। এছাড়া অমনজোত কৌর (Amanjot Kaur) এবং শ্রীচরণী (Shree Charani) একটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal) এবং স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) যথাক্রমে ৩৬ এবং ২৮ রান করেন। এরপর হারলিন দেওল (Harleen Deol) ২৭ রান এবং জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) ৪৮ রান করেন। এছাড়া দীপ্তি শর্মা (Deepti Sharma) ব্যাটিংয়ে এসে রান তাড়ায় অসাধারণ ফর্মে ছিলেন। এই তারকা অলরাউন্ডার ৬৪ বলে ৬২ রান করেন। ফলে ভারত ৪৮.২ ওভার খেলে চার উইকেটে ম্যাচটি জিতে নেয়।