শুক্রবার (২ আগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে, শ্রীলঙ্কা তাদের নির্ধারিত ৫০ ওভারে কেবল ৮ উইকেটে ২৩০ রান করতে পারে যেখানে দুনিথ ওয়েলালাগে ৬৭* (৬৫) রান করে। জবাবে শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে ব্যাটিং গুঁড়িয়ে যাওয়ায় ভারত ৪৭.৫ ওভারে ২৩০ রানে গুটিয়ে যায়। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩/৫৮), চারিথ আসালাঙ্কা (৩/৩০) ও দুনিথ ওয়েলালাগে (২/৩৯) একটি করে উইকেট নেন। অধিনায়ক রোহিত শর্মা সাতটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৮ (৪৭) রানের ঝড়ো ইনিংস খেলে অসাধারণ শুরু করে ভারত। রোহিত শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে লড়াই করলেও শুভমন গিল ব্যর্থ হন এবং দুনিথ ওয়েলালাগের বলে ১৬ (৩৫) রানে আউট হন। রোহিতও ওয়েলালাগের শিকার হন যিনি তাকে স্টাম্পের সামনে ফাঁদে ফেলেন। King Virat-Prince Shubman Bond: দেখুন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রিন্স শুভমনের সঙ্গে খোশমেজাজে কিং কোহলি
Things went down to the wire in Colombo as the match ends in a tie!
On to the next one.
Scorecard ▶️ https://t.co/4fYsNEzggf#TeamIndia | #SLvIND pic.twitter.com/yzhxoyaaet
— BCCI (@BCCI) August 2, 2024
ওয়াশিংটন সুন্দরকে চার নম্বরে পাঠানো হলেও আকিলা ধনঞ্জয়ার শিকার হয়ে ১৫.৪ ওভার শেষে ৮৭/৩ রানে ভারত বিপাকে পড়ে। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের ৪৩ রানের জুটি গড়ে দলের রানের ব্যবধান মাত্র ১০০ রানে নামিয়ে নিয়ে আসে। মেন ইন ব্লু যখন খেলা আয়ত্তে রেখেছে ঠিক তখনই কোহলি (৩২ বলে ২৪) এবং শ্রেয়স আইয়ারের (২৩ বলে ২৩) পরপর আউট হলে ভারত ২৪.২ ওভার শেষে ১৩২/৫ রানে সমস্যায় পড়ে। তখন লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল ৯৪ বলে ষষ্ঠ উইকেটে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে রাহুল (৪৩ বলে ৩১) এবং অক্ষর (৫৭ বলে ৩৩) আট বলের ব্যবধানে আউট হন। শিবম দুবে (২৪ বলে ২৫) শেষ পর্যন্ত লড়াই করে ১৪ বলে মাত্র ১ রানে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসেন, তবে ম্যাচের শেষ দিকে চারিথ আসালাঙ্কা (৩/৩০) ব্যাক টু ব্যাক ডেলিভারিতে দুবে ও আর্শদীপকে আউট করে ম্যাচ টাই করতে বাধ্য করেন।
Fought well 🤌#SonySportsNetwork #SLvIND #TeamIndia | @IamShivamDube pic.twitter.com/0Z8FYBkOgH
— Sony Sports Network (@SonySportsNetwk) August 2, 2024
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সিরাজের বলে আভিশকা ফার্নান্দোকে হারিয়ে বাজে শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই আউট হওয়ার পর পাথুম নিসাঙ্কাকে সঙ্গে নিয়ে ইনিংস স্থিতিশীল করার চেষ্টা করেন কুশল মেন্ডিস। তবে ১৪তম ওভারে শিবম দুবে মেন্ডিসকে এলবিডব্লিউ আউট করলে তাদের জুটি কেবল ৩৯ রানে শেষ হয়। এরপর অক্ষর প্যাটেল (২/৩৩), কুলদীপ যাদব (১/৩৩) এবং ওয়াশিংটন সুন্দরের (১/৪৬, ৯ ওভার) স্পিন ত্রয়ী যথাক্রমে সাদিরা সামারাবিক্রমা (১৮ বলে ৮), চারিথ আসালাঙ্কা (২১ বলে ১৪) এবং পাথুম নিসাঙ্কাকে (৭৫ বলে ৫৬) আউট করেন, ফলে ১০১/৫ রানে সব ধরনের সমস্যায় পড়ে শ্রীলঙ্কা। তবে দুনিথ ওয়েলালগে এক প্রান্ত ধরে রেখে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে জানিথ লিয়ানাগে (২৬ বলে ২০), ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৫ বলে ২৪) এবং আকিলা ধনঞ্জয়া (২১ বলে ১৭)। সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে ওয়ানডেতে প্রথম হাফ সেঞ্চুরি করে ৬৭ (৬৫) রানে অপরাজিত থাকেন তিনি। তার দুর্দান্ত ইনিংসের সৌজন্যে শ্রীলঙ্কা তাদের নির্ধারিত ৫০ ওভারে ২৩০/৮ এর লড়াকু স্কোর দাঁড় করাতে সক্ষম হয়।