মহিলাদের ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে সর্বোচ্চ। মঙ্গলবার ভদোদরায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা দল ৫ উইকেটে করল ৩৫৮ রান। দেশের মাটিতে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় মহিলা দল নির্ধারিত ৫০ ওভারে করেছিল ২ উইকেটে ৩৫৮ রান। এই ৩৫৮ রানটাই যুগ্মভাবে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সেঞ্চুরি করলেন হরলিন দেওল। তিনে নেমে চণ্ডিগড়ের ২৬ বছরের হরলিন করলেন ১০৩ বলে ১১৫ রান। নিজের কেরিয়ারের ১৫তম ওয়ানডে-তে খেলতে নেমে অভিষেক সেঞ্চুরিতে হরলিন মারলেন ১৬টি বাউন্ডারি। হরলিনের সেঞ্চুরির পাশাপাশি আরও তিন ভারতীয় ব্যাটার এদিন হাফ সেঞ্চুরি করেন- স্মৃতি মন্ধনা (৫৩), প্রতিকা রাওয়াল (৭৬) ও জেমাইমা রডরিগেজ (৫২)। টানা দুটো ওয়ানডে-তে ৩০০ প্লাস রানের ইনিংস গড়ল ভারতীয় মহিলা দল।
দুরন্ত সেঞ্চুরি হরলিনের
𝙁𝙞𝙧𝙨𝙩-𝙚𝙫𝙚𝙧 𝙞𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 𝙝𝙪𝙣𝙙𝙧𝙚𝙙 for Harleen Deol 💯
Keep watching #INDvWI, LIVE NOW on #JioCinema & #Sports18 👈#JioCinemaSports pic.twitter.com/L2s1Yl927A
— JioCinema (@JioCinema) December 24, 2024
টিম ইন্ডিয়ার তারকা ওপেনার স্মতি মন্ধনা ৪৭ বলে ৫৩ ও অপর ওপেনার প্রতিকা রাওয়াল ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। ২৯ ওভারে ভারতের রান ছিল ১ উইকেটে ১৭২ রান। শেষের দিকে জেমাইমা রডরিগেজ (৩৬ বলে ৫২), রিচা ঘোষ (৬ বলে ১৩ অপরাজিত) ভাল খেলেন। ভাল শুরু করেছিলেন হরমনপ্রীত কৌর (১৮ বলে ২২)। শনিবার ভদোদরায় চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২১১ রানে জিতেছিলেন হরমনপ্রীত কৌররা।