India Playing XI for 2nd Test vs Australia: টেস্টে অভিষেক হচ্ছে শুভমন গিল এবং মহম্মদ সিরাজের, দেখে নিন বক্সিং ডে টেস্টে ভারতের একাদশ
Shubman Gill & Mohammed Siraj (Photo Credits: IANS)

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট (Australia vs India)। আজ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। আগামীকাল টেস্টে অভিষেক হচ্ছে শুভমন গিল এবং মহম্মদ সিরাজের। পৃথ্বী শ-র জায়গায় দলে এসেছেন শুভমন। আশা করা হচ্ছে যে তিনি ওপেন করতে নামবেন। অন্যদিকে আহত মহম্মদ শামির জায়গায় সিরাজ দলে এসেছেন। অন্যদিকে দ্বিতীয় টেস্টে ঋদ্ধিমান সাহার জায়গায় উইকেট সামলাবেন ঋষভ পন্থ। বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে। বক্সিং ডে টেস্টে ভারত বোলিং শক্তিশালী করতে দলে একাদশে নেওয়া হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও।

এদিকে জানা যাচ্ছে, শুভমন গিলের সঙ্গে মায়াঙ্ক আগরওয়াল সম্ভবত ওপেন করতে নামবেন। চেতেশ্বর পূজারা, রাহানে এবং হনুমা বিহারি মিডল অর্ডারে রয়েছেন। ব্যাট হাতে রবীন্দ্র জাদেজা নামতে পারেন ৬ নম্বরে। তার পরে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ডান হাতের কব্জিতে চিড় ধরাতে সিরিজের বাইরে চলে গেছেন মহম্মদ শামি। তাই ফাস্ট বোলার সিরাজকে ও অল রাউন্ডার জাদেজাকে দলে রেখে ভারত বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছে। অন্য ফাস্ট বোলাররা হলেন জসপ্রিত বুমরা ও উমেশ যাদব। বল হাতে ভেলকি দেখাবন স্পিনার আর অশ্বিন। আরও পড়ুন: Christmas 2020: সান্তা ক্লজ সেজে ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর, দেখুন ভিডিয়ো

 

ভারতের একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে (সি), হনুমা বিহারি, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, আর অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা।