India Women National Cricket Team vs South Africa Women National Cricket Team: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর ১০ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল ১০ অক্টোবর বিশাখাপত্তনমের ডঃ ওয়াই.এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam) আয়োজিত হয় IND W বনাম SA W। এই ম্যাচে রিচা ঘোষের (Richa Ghosh) ৭৭ বলে ৯৪ রানের ইনিংসকে ব্যর্থ করে দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপে তিন উইকেটে জয় নিশ্চিত করে। তাদের জয় আসে নাদিন ডি ক্লার্কের (Nadine de Klerk) অপরাজিত ৮৪ রানের সুবাদে। ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্ট (Laura Wolvaardt) ৭০ রান করেন। IND W vs SA W, ICC Women's World Cup 2025 Toss Update: ভাইজাগে খারাপ আবহাওয়া! ভিজে আউটফিল্ডের কারণে পিছিয়ে গেল টস
ভারত মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫
Nadine de Klerk does it for South Africa as they defeat hosts India in a contest that went down to the wire in Visakhapatnam 🔥#CWC25 #INDvSA 📝: https://t.co/dJQBf7HG2O pic.twitter.com/5zSjaxnJxc
— ICC (@ICC) October 9, 2025
ক্লোই ট্রায়নের (Chloe Tryon) ৪৯, এবং ডি ক্লার্কের ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৪৮.৫ ওভারে ২৮৭/৭ পৌঁছায়। এর আগে, রিচার ৯৪ রানের ইনিংসে ভারত ৪৯.৫ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায়। ভারতের ব্যাটিংয়ের শুরুটাই খারাপ হয়। ২৬ ওভারে বিনা উইকেটে ৫৫ রান থেকে ১০২ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। রিচা চেষ্টা করলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি।
আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ পয়েন্ট টেবিল
টানা দুই ম্যাচে জয়ের পর, ভারত দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে ভারতীয় মহিলা দল। অন্যদিক, দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে হারলেও শেষ দুটি ম্যাচ জিতেছে। ভারতের বিপক্ষে জয় ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
#CWC2025 Points Table After South Africa's thrilling win over India!#CricketTwitter #WomensWorldCup pic.twitter.com/OaAsDHFxVj
— CRICKETNMORE (@cricketnmore) October 9, 2025