ভারতীয় ক্রিকেট দলের সিরিজ জয় (Photo Credits: @imVkohli/Twitter)

বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, জাদেজা, অশ্বিনকে ছাড়াই অজিদের ধূলিস্যাৎ করে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে জয়ের পতাকা ওড়ালো ভারতীয় ক্রিকেট টিম (Indian Cricker Team)। ভারতের আরও এক সিরিজ জয়। চার ম্যাচের সিরিজ ২-১ জিতে নিল ভারত। যা আরেক ইতিহাস হয়ে রয়ে গেল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে বেড়ালেন ঋষভ পান্থ, মহম্মদ সিরাজ, পূজারারা। অ্যাডিলেডে হার, মেলবোর্নে জয় ভারতের। তার পর সিডনিতে অসাধারণ লড়াইয়ে ম্যাচ ড্র করে টিম ইন্ডিয়া। আর সিরিজের শেষ টেস্টে অজিদের গড়ে জয় ছিনিয়ে নিলেন পুজারা, পন্থ, রাহানেরা। অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার দুরন্ত সিরিজ জয়।

গাব্বার পঞ্চম দিনের পিচে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৩২৪ রান। গতকাল অস্ট্রেলিয়া ভারতের সামনে ৩২৮ রানের লক্ষ্য রেখেছিল। দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৪। পঞ্চম দিন সকালে রোহিত শর্মা দ্রুত ফিরে গেলেও এতটুকু না দমে ইনিংস এগিয়ে যান শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। লাগাতার ক্রিজ আঁকড়ে পড়ে থেকে হনুমা বিহারী ও আর অশ্বিন দলের হার রুখে দিয়েছিলেন। শেষপর্যন্ত এই ম্যাচে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন ঋষভ পন্থ।

ভারতীয় দলের এই ঐতিহাসিক জয়ে উল্লসিত গোটা দেশ। বিরাটহীন অজিদের বিরুদ্ধে ভারতীয় দলের সিরিজ জয় নিয়ে গর্বপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও। মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিথালি রাজ্, শেখর ধাওয়ান থেকে বলিউড, টলিউড সকলেই আপ্লুত, গর্বিত। দিন কয়েক আগে যে বাবুল সুপ্রিয় ভারতের জয় নিয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন, আজ তিনিও উল্লাস করছেন।

নরেন্দ্র মোদি আজ টুইট করে জানান,"অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের জয়ে আমরা সকলেই উল্লসিত। তাঁদের অভাবনীয় তেজ এবং অনুরাগ গোটা ম্যাচ জুড়ে লক্ষণীয়। অসংখ্য শুভেচ্ছা রইল"। আরও পড়ুন, দূরন্ত শুভমন গিল, ঋষভ পন্থের বাউন্ডারির সঙ্গে সঙ্গেই ব্রিসবেনে ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার

টুইটে শুভেচ্ছা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ঐতিহাসিক জয়কে সাধুবাদ জানিয়ে ভারতীয় দলের জন্য বোনাস ৫ কোটি টাকা উপহার দেওয়ার ঘোষণা করেন-

 

জয়ের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন বিসিসিআই চেয়ারম্যান জয় শাহ-

 

টুইট করেন বাবুল সুপ্রিয়ও-

১৯৮৮ সালে শেষবার গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। তার পর থেকে বরাবর ব্রিসবেনের গাব্বায় অজিদের একছত্র অধিকার। তবে আজ তা চূর্ণ হল, নেপথ্যে ভারতীয় ক্রিকেট দলের একঝাঁক কম খ্যাত ক্রিকেটার। ইতিহাসে তাঁদের এই উজ্জ্বল দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে।