বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দু'ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করল ভারত। এই জয়টা অবশ্যই ভারতীয় পেসারদের, যারা দু'দিনেই ধারাবাহিকভাবে ব্যতিক্রমী স্পেল করে দলকে জয় এনে দিয়েছে। তবে সেঞ্চুরিয়নের দুঃস্বপ্ন থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ভারতীয় ব্যাটসম্যানদের এখানেও লড়াই করতে হয়েছে। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডের পিচের অতিরিক্ত বাউন্সে দুই দলের ব্যাটসম্যানদের তাসের ঘরের মতো ভেঙে পড়ায় অবশ্যই পেসারদের অনেক বড় ভূমিকা রয়েছে। আজ নিউল্যান্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ছয় উইকেট তুলে নেন পেসার জসপ্রীত বুমরাহ। প্রোটিয়াদের ১৭৬ রানে অলআউট করার পর রোহিত শর্মার দল আয়োজকদের ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় টেস্ট জিতে নেয়। কেপ টাউন টেস্ট ছিল ডিন এলগারের বিদায়ী টেস্ট। এই জয়ের ফলে টেস্ট সিরিজে সমতায় ফিরলেও দক্ষিণ আফ্রিকায় সিরিজের জয়ের স্বপ্ন বাকি থেকে যায়। Rohit Sharma: দেখুন, ডিআরএস নিতে গিয়ে আবেগে রোহিতের মুখে গালি
কেপটাউনের নিউল্যান্ডসে চ্যালেঞ্জিং মাঠে গতকাল বোলারদের দক্ষতা, টেকনিকের দিন ছিল। কেপটাউনে ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিনে তাই দুই অধিনায়কই প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন। কিন্তু রোহিত শর্মার বোলিং করতে নামায় ডিন এলগাররা, কিন্তু সেখানে সিরাজের আগুন বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে অল-আউট হয়ে যাওয়াটা এই দিনের সবচেয়ে অসাধারণ ঘটনা প্রথমে মনে করা হয় কিন্তু প্রথম দিনের তৃতীয় সেশনে বিনা রান দিয়ে ১১ বলে ৬ উইকেট দিয়ে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। ৩৪তম ওভারের শুরুতে ৪ উইকেটে ১৫৩ রান থেকে ৩৬তম ওভারে যাওয়ার জন্য একটি বল হাতে থাকতেই ১৫৩ রানে অলআউট হয় যায় সফরকারীরা। প্রথম ইনিংসে বিরাট কোহলি ও দ্বিতীয় ইনিংসে এডেন মার্করাম ছাড়া অন্য ২০ জন খেলোয়াড়ের কেউই খুব বেশি প্রতিরোধ গড়েনি। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই তাদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে একদিনে ২৩টি উইকেটের রেকর্ড হয়।
দেখুন স্কোরকার্ড
India's first Test win in Cape Town comes in 1.5 days ⚡️
Series ends 1-1 https://t.co/pLPYk8gO2A | #SAvIND pic.twitter.com/NWAqgQxEmU
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 4, 2024