India A vs India B, Duleep Trophy Day 2 Scorecard: দলীপ ট্রফি ২০২৪ (Duleep Trophy 2024)-এর প্রথম রাউন্ডের ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত 'এ' দল ভারত 'বি' এর মুখোমুখি হয়েছে। 'এ' দলের নেতৃত্বে রয়েছেন শুভমন গিল এবং 'বি'-এর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। মুশির খানের ৩৭৩ বলে ১৮১ এবং নভদীপ সাইনির ১৪৪ বলে ৫৬ রানের মহাকাব্যিক ইনিংস ভারত বি-কে ৩২১ রানে নিয়ে যায়, যদিও তারা এক সময় ৯৪/৭ ছিল। জবাবে ভারত 'এ' দল তাদের ইনিংসের শুরুটা ভালো করলেও অধিনায়ক শুভমন গিল সেশনের শেষ বলে আউট হন ২৫ রানে। এরপর এসে হাল ধরেন কেএল রাহুল এবং রিয়ান পরাগ। দিনের শেষে ভারত 'এ' দলের স্কোর ১৩৪/২, ১৮৭ রানে পিছিয়ে শুভমনরা। Musheer Khan Breaks Record: দলীপ ট্রফিতে সচিন তেন্ডুলকরের ৩৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন মুশির খান
ভারত 'এ' বনাম ভারত 'বি' স্কোরকার্ড
Stumps Day 2: India A - 134/2 in 34.6 overs (K L Rahul 23 off 80, Riyan Parag 27 off 49) #IndAvIndB #DuleepTrophy
— BCCI Domestic (@BCCIdomestic) September 6, 2024
গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত 'এ' দলের ফাস্ট বোলারদের বিপক্ষে ভালো শুরু করেন যশস্বী জয়সওয়াল। তবে, তিনি সেশনের শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে সক্ষম হননি এবং আবেশ খানের বলে ৩০ রানে আউট হয়ে যান। এর ফলে সরফরাজ খান এবং মুশির খান এই দুই ভাই ভারত 'বি' দলের হয়ে জুটি গড়েন। কিন্তু সরফরাজ খানও আবেশের বলে লেগ বিফোর হয়ে ফিরে গেলে ঋষভ পন্থ আসেন তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে লাল বলের এই তরুণ উইকেটরক্ষকের প্রত্যাবর্তন সংক্ষিপ্ত হয়ে যায় এবং আকাশ দীপের বলে মাত্র ৭ রানে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। একমাত্র মুশির খানই ভারত বি এর হয়ে খেলা ধরে রাখতে সক্ষম হন এবং বাকিরা শিকার হতে থাকেন আবেশ খান, আকাশ দীপ এবং খলিল আহমেদের।