India A vs India B, Duleep Trophy Day 1 Scorecard: দলীপ ট্রফি ২০২৪ (Duleep Trophy 2024)-এর প্রথম রাউন্ডের ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত 'এ' দল ভারত 'বি' এর মুখোমুখি হয়েছে। 'এ' দলের নেতৃত্বে রয়েছেন শুভমন গিল এবং 'বি'-এর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত 'এ' দলের ফাস্ট বোলারদের বিপক্ষে ভালো শুরু করেন যশস্বী জয়সওয়াল। তবে, তিনি সেশনের শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে সক্ষম হননি এবং আবেশ খানের বলে ৩০ রানে আউট হয়ে যান। এর ফলে সরফরাজ খান এবং মুশির খান এই দুই ভাই ভারত 'বি' দলের হয়ে জুটি গড়েন। কিন্তু সরফরাজ খানও আবেশের বলে লেগ বিফোর হয়ে ফিরে গেলে ঋষভ পন্থ আসেন তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে লাল বলের এই তরুণ উইকেটরক্ষকের প্রত্যাবর্তন সংক্ষিপ্ত হয়ে যায় এবং আকাশ দীপের বলে মাত্র ৭ রানে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। India C vs India D, Duleep Trophy Day 1 Scorecard: দলীপ ট্রফিতে শ্রেয়স আইয়ার দলে ব্যাটে, বলে সেরা অক্ষর প্যাটেলই
একমাত্র মুশির খানই ভারত বি এর হয়ে খেলা ধরে রাখতে সক্ষম হন এবং বাকিরা শিকার হতে থাকেন আবেশ খান, আকাশ দীপ এবং খলিল আহমেদের। প্রত্যেকেই ২টি করে উইকেট নেন তবে মুশির খানকে শতক করা থেকে কেউ আটকাতে পারেনি। দিনের খেলা শেষ হয় ৭ উইকেটে ২০২ রানে যেখানে মুশিরের রয়েছে ২২৭ বলে ১০৫ রান।
মুশির খানের শতক উদযাপন
Musheer Khan brings up his 💯 🙌
A special celebration and a special appreciation from brother Sarfaraz Khan 👏#DuleepTrophy | @IDFCFIRSTBank
Follow the match ▶️ https://t.co/eQyu38Erb1 pic.twitter.com/92lj578cAs
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2024
ভারত 'এ' বনাম ভারত 'বি' স্কোরকার্ড
Stumps Day 1: India B - 202/7 in 78.6 overs (Navdeep Saini 29 off 74, Musheer Khan 105 off 227) #IndAvIndB #DuleepTrophy
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2024