India Women National Cricket Team vs West Indies National Cricket Team, 3rd T20I Live Streaming: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল আজ তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ, নবি মুম্বইয়ের ডঃ ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগেজের দুর্দান্ত হাফসেঞ্চুরির পর ভারত তাদের ২০ ওভারে ১৯৫/৪ রানের দুর্দান্ত স্কোর করার পরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ৪৯ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। তবে, দ্বিতীয় খেলায় ওয়েস্ট ইন্ডিজের কিছু দুর্দান্ত বোলিংয়ে আয়োজক দলকে ২০ ওভারে ১৫৯/৯ এ সীমাবদ্ধ করে। প্রথম ইনিংসে তুলে নেওয়া দুই উইকেট থেকে আত্মবিশ্বাস পান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস। তার ৪৭ বলে অপরাজিত ৮৫ রানের সুবাদে সিরিজে সমতা ফেরায় ক্যারিবীয়রা। সিরিজ সামনে থাকায় দুই দলই চাইবে নিজেদের সেরাটা উজাড় করে দিতে। Akeal Hosein: আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হয়ে ইতিহাস স্পিনার আকিল হোসেনের
ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা
— BCCI Women (@BCCIWomen) December 19, 2024
ভারত মহিলা স্কোয়াডঃ স্মৃতি মান্ধানা (অধিনায়ক), উমা ছেত্রী, জেমিমা রডরিগেজ, রাঘবী বিস্ত, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), সঞ্জীবন সাজানা, রাধা যাদব, সাইমা ঠাকুর, তিতাস সাধু, রেনুকা ঠাকুর সিং, নন্দিনী কাশ্যপ, মিনু মণি, প্রিয়া মিশ্র।
ওয়েস্ট ইন্ডিজ মহিলা স্কোয়াডঃ হেইলি ম্যাথিউস (অধিনায়ক) কিয়ানা জোসেফ, শেমাইন ক্যাম্পবেল (উইকেটরক্ষক) ডিয়েন্ড্রা ডটিন, চিনেল হেনরি, নেরিসা ক্রাফটন, শাবিকা গজনবি, জাইদা জেমস, আশমিনি মুনিসার, আফি ফ্লেচার, কারিশমা রামহারাক, আলিয়া অ্যালেন, শামিলিয়া কনেল, ম্যান্ডি মাঙ্গরু, রাশাদা উইলিয়ামস।
ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, তৃতীয় টি২০ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ?
১৫ ডিসেম্বর নবি মুম্বইয়ের ডঃ ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Navi Mumbai) আয়োজিত হবে ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ?
ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ?
ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ?
ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, তৃতীয় টি২০ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা (JioCinema) অ্যাপে।