India Beat WI In T20I Series (Photo Credit: X@BCCIWomen)

গতকাল রাতে মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে নবি মুম্বইয়ের ডঃ ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Navi Mumbai) মুখোমুখি হয়েছিল ভারতীয় জাতীয় মহিলা দল ও  ওয়েস্ট ইন্ডিজ জাতীয় মহিলা  দল। তিন ম্যাচের সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয় মহিলা দল।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগেজের দুর্দান্ত হাফসেঞ্চুরির পর ভারত তাদের ২০ ওভারে ১৯৫/৪ রানের দুর্দান্ত স্কোর করার পরে ৪৯ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। তবে, দ্বিতীয় খেলায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউসের ৪৭ বলে অপরাজিত ৮৫ রান ও দুই উইকেটের সৌজন্যে সিরিজে সমতা ফেরায় ক্যারিবীয়ানরা। সিরিজের শেষ ম্যাচে তাই দুই দলই মাঠে নেমেছিল তাঁদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে।  ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস। প্রথমে ব্যাট করতে নেমে, ভারত টি২০ ক্রিকেটে (T20I) তে তাদের সর্বোচ্চ স্কোর করে। স্মৃতি মন্ধনার ৪৭ বলে ৭৭ রান এবং রিচা ঘোষের ২১ বলে ৫৪ রানের সৌজন্যে ভারতীয় দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান করে। মাত্র ১৮ বলে ৫০ রান ছুঁয়ে রিচা ঘোষ মহিলাদের টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের বিশ্ব রেকর্ডের সমান দাবিদার হয়েছেন। অন্যদিকে ২১৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান করতে পারে। ভারতের হয়ে রাধা যাদব নেন চার উইকেট।

রিচা তার দুর্দান্ত অর্ধশতকের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন, আর স্মৃতি মান্ধানা তার তিনটি অর্ধশতক এবং ১৯৩ রানের জন্য প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পান। টি২০ ক্রিকেটের পর ভারত পরবর্তী তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আগামী ২২,২৪ ও ২৭ ডিসেম্বর তারিখে।