India Women National Cricket Team vs West Indies National Cricket Team, 1st T20I Live Streaming: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল আজ প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ, রবিবার নবি মুম্বইয়ের ডঃ ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি এই বছর ভারতীয় মহিলা দলের শেষ টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্ট। নবি মুম্বইয়ে অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর আয়োজক বাংলাদেশকে ৫-০ ব্যবধানে হারানোর মধ্য দিয়ে বছর শুরু করেছিল তারা।জুলাইয়ে চেন্নাইয়ে বৃষ্টিবিঘ্নিত তিন ম্যাচের সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকা শিরোপা ভাগাভাগি করে নেয়। ওই মাসের শেষের দিকে শ্রীলঙ্কার কাছে মহিলা এশিয়া কাপের মুকুট হারায় ভারত। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হয়। হরমনপ্রীত কৌর ভারতের অধিনায়কত্ব চালিয়ে যাবেন এবং ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন হেইলি ম্যাথুজ। India Squad, IND W vs WI W: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের দল ঘোষণা ভারতীয় মহিলা দলের
ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা
(𝗧𝗲𝗮𝗺)𝗠𝗮𝘁𝗲𝘀 𝗗𝗿𝗲𝗮𝗺 ☺️
Ft. Nandini Kashyap & Raghvi Bist #TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/PCc0HwhS9O
— BCCI Women (@BCCIWomen) December 15, 2024
কবে, কোথায় আয়োজিত ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম টি২০ ম্যাচ?
১৫ ডিসেম্বর নবি মুম্বইয়ের ডঃ ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Navi Mumbai) আয়োজিত হবে ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম টি২০ ম্যাচ?
ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম টি২০ ম্যাচ?
ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম টি২০ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম টি২০ ম্যাচ?
ভারত মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা, প্রথম টি২০ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা (JioCinema) অ্যাপে।