India Women National Cricket Team vs South Africa Women National Cricket Team: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২ নভেম্বর মুখোমুখি হবে ভারত মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা (IND W বনাম SA W)। নবি মুম্বইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Navi Mumbai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) টিম ইন্ডিয়া বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে এসেছে ফাইনালে। আজ বিশ্বকাপ এক নতুন বিজয়ী পাবে, তাই একটি ভালো প্রতিযোগিতা আশা করা যায়। আজ টসে জিতে প্রথমে বল করছে দক্ষিণ আফ্রিকা। IND W vs SA W Final, ICC Women's World Cup 2025 Winning Prediction: ভারত মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ফাইনাল ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ভারত মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, ফাইনাল আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫
South Africa Bowling First In The Final, Predict India's First Innings Score 👀#INDWvsSAW World cup Final pic.twitter.com/UY1ruP6qEM
— Ritu Raj 🇮🇳 (@TheLicit_) November 2, 2025
ভারত মহিলা দলের একাদশঃ শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), অমনজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, রেণুকা সিংহ ঠাকুর।
দক্ষিণ আফ্রিকা মহিলা দলের একাদশঃ ) লরা ওলভার্ট (অধিনায়ক) তাজমিন ব্রিটস, আনেকে বশ, সুনে লুয়াস, মারিজান কাপ, সিনালো জাফতা (উইকেটরক্ষক), অ্যানেরি ডার্কসেন, ক্লো ট্রিয়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা, ননকুলুলেকো মালাবা।