Smriti Mandhana (Photo Credits: ICC)

এরপর আজ বাইশ গজে শেষ ম্য়াচে সিরিজ হার বাঁচাতে নামলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)-রা। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটা ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে হার বাঁচানোর। সিরিজের প্রথম খেলায় ভারতীয় মহিলা দলকে ১২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৭৭ রান করার পর বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে-তে ৩-০ হারিয়ে সিরিজ জেতেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধনা-রা। এরপর একমাত্র টেস্টে প্রোটিয়া কন্যাদের বিরুদ্ধে টেস্টে ঐতিহাসিক জয় পায় ভারতীয় মহিলা দল।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস--

ভারত-দক্ষিণ আফ্রিকা মহিলাদের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে কবে, কোথায় আয়োজিত হবে

আজ, ৯ জুলাই চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলাটি হবে।

কখন থেকে শুরু হবে খেলা?

ভারতীয় সময় সন্ধ্য়া ৭টা থেকে শুরু খেলা

টিভিতে কোথায় দেখা যাবে ম্যাচটি?

স্পোর্টস ১৮ নেটওয়ার্কের স্পোর্টস-১ ও এইচডি চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা।

ওয়েবসাইট ও অ্যাপে কীভাবে দেখা যাবে ম্যাচ?

জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বিনামূল্যে দেখা যাবে খেলাটি।