কেপ টাউন, ১১ ফেব্রুয়ারি: ১৯৯৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা কাপের (Independence Cup) ফাইনালে ভারতের জয়ের নায়ক কানিটকর মনে করেন, জানুয়ারির মাঝামাঝি থেকে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতীয় দল বিসমাহ মারুফের (Bismah Maroof) নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট প্রস্তুত। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের ব্যাটিং কোচ হৃষিকেশ কানিটকর (Hrishikesh Kanitkar) জানিয়েছেন, 'অধিনায়ক হরমনপ্রীত কাউর (Harmanpreet Kaur) রবিবারের ম্যাচে খেলার জন্য ফিট।' একই সঙ্গে কানিটকর আরও উল্লেখ করেছেন যে সহ-অধিনায়ক এবং বাঁ-হাতি ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) আঙুলের চোটের কারণে ভারতের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না। India vs Pakistan, ICC Women's T20 World Cup 2023: কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ? জেনে নিন সময়, দল
তিনি জানান, হরমন কাল খেলার জন্য ফিট। আঙুলে চোট পেয়েছেন স্মৃতি। তাই খুব সম্ভবত কাল ও খেলবে না। হরমন শেষ দু'দিন আজ আর গতকাল ব্যাট করেছে। তাই সে ভালোই আছে। ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ কাঁধে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দুটি প্রস্তুতি ম্যাচেই খেলতে পারেননি হরমনপ্রীত। অন্যদিকে, প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন স্মৃতি বলেই মনে করা হচ্ছে।
এর আগে ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। গত বছর এশিয়া কাপে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরেছিল ভারত। দীপ্তি শর্মার জায়গায় স্পিনারদের ওপর নির্ভর করবে ভারত, রাজেশ্বরী গায়কোয়াড়, রাধা যাদব, আর দেবিকা বৈদ্য তাঁদের জন্য একই ধরনের কাজ করবেন।