India Women National Cricket Team vs England Women National Cricket Team: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর ২০ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৯ অক্টোবর মুখোমুখি হবে IND W বনাম ENG W। ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে (Holkar Cricket Stadium, Indore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারতের হয়ে অধিনায়কের দায়িত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে অধিনায়কের দায়িত্বে রয়েছেন ন্যাট সিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt)। আজ ইন্দোরে বৃষ্টি না হলেও সারাদিন আকাশ মেঘলা থাকবে। এই সব কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে বল করছে ইংল্যান্ড।IND W vs ENG W, ICC Women's World Cup 2025 Winning Prediction: ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ভারত মহিলা বনাম ইংল্যান্ড মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫
Harmanpreet Kaur loses yet another toss and England will bat first in Indore 🏏#INDvENG LIVE: https://t.co/kPpWt5E4V4 pic.twitter.com/OYlijh8sje
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 19, 2025
ভারত মহিলা দলের একাদশঃ প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রেণুকা সিং ঠাকুর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, অমনজোত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরণী।
ইংল্যান্ড মহিলা দলের একাদশঃ অ্যামি জোনস (উইকেটরক্ষক), ট্যামি বিউমন্ট, হিদার নাইট, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানক্লি, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, শার্লট ডিন, সোফি একলেস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।