India Women National Cricket Team vs Australia Women National Cricket Team: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর ১৩ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১২ অক্টোবর মুখোমুখি হবে IND W বনাম AUS W বিশাখাপত্তনমের ডঃ ওয়াই.এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারতের হয়ে অধিনায়কের দায়িত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) অন্যদিকে, অস্ট্রেলিয়ায় হয়ে অধিনায়কের দায়িত্বে রয়েছেন অ্যালিসা হিলির (Alyssa Healy)। আজ ভাইজাগে বৃষ্টি না হলেও সারাদিন আকাশ মেঘলা থাকবে। এই সব কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া। IND W vs AUS W, ICC Women's World Cup 2025 Winning Prediction: ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫
🚨Australia have won the toss and elected to field first 🚨
- India are unchanged! #INDvsAUS #INDvAUS #INDWvAUSW #INDvsAUS pic.twitter.com/4xhwOtVOR5
— Cricketism (@MidnightMusinng) October 12, 2025
ভারত মহিলা দলের একাদশঃ প্রতীকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক) জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, অমনজোত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরণী।
অস্ট্রেলিয়া মহিলা দলের একাদশঃ অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মলিনাক্স, কিম গার্থ, আলানা কিং, মেগান শাট।